যুক্তরাষ্ট্রে শোভাযাত্রায় বন্দুধারীর গুলিতে নিহত ১, আহত ২১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে একটি শোভা যাত্রায় বন্দুকধারীর গুলিতে হতাহত হয়েছেন ২২ জন। এতে নিহত হয়েছেন এক জন এবং ১১ শিশুসহ আহত মোট ২১ জন।

স্থানীয় সময় বুধবার কানসাস সিটি চিফস নামের একটি দলের সুপার বোল প্রতিযোগিতার জয় উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এ বন্দুক হামলাটি চালানো হয়েছে। খবর রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমে নিহত ব্যক্তিকে লিসা লোপেজ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি ওই অনুষ্ঠানে ডিস্ক জকি হিসেবে কাজ করছিলেন। অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা এলোপাতারি গুলি করলে এতে ২২ জন আহত হন পরে হাসপাতালে নেয়ার পথে লিসা লোপেজ নামের ওই ব্যক্তি মারা যান।

কানসাস সিটির চিলড্রেন মার্সি হসপিটাল জানায়, তারা ১২ জনের চিকিৎসা করছে। এদের মধ্যে ১১ জন শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিফস খেলোয়াড়রা বক্তব্য দেয়ার কিছুক্ষণ পরই হামলা চালানো হয়।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে, তিন বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

কানসাস সিটি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান রস গ্রান্ডিসন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর।

কানসাসের গভর্নর লরা কেলি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘আমাকে সরিয়ে নেয়া হয়েছে। আমি সবাইকে পুলিশের নির্দেশাবলী অনুসরণ করার অনুরোধ জানাই। দয়া করে নিরাপদে থাকুন।

Tag :

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে শোভাযাত্রায় বন্দুধারীর গুলিতে নিহত ১, আহত ২১

Update Time : ০২:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে একটি শোভা যাত্রায় বন্দুকধারীর গুলিতে হতাহত হয়েছেন ২২ জন। এতে নিহত হয়েছেন এক জন এবং ১১ শিশুসহ আহত মোট ২১ জন।

স্থানীয় সময় বুধবার কানসাস সিটি চিফস নামের একটি দলের সুপার বোল প্রতিযোগিতার জয় উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় এ বন্দুক হামলাটি চালানো হয়েছে। খবর রয়টার্স।

স্থানীয় গণমাধ্যমে নিহত ব্যক্তিকে লিসা লোপেজ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি ওই অনুষ্ঠানে ডিস্ক জকি হিসেবে কাজ করছিলেন। অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা এলোপাতারি গুলি করলে এতে ২২ জন আহত হন পরে হাসপাতালে নেয়ার পথে লিসা লোপেজ নামের ওই ব্যক্তি মারা যান।

কানসাস সিটির চিলড্রেন মার্সি হসপিটাল জানায়, তারা ১২ জনের চিকিৎসা করছে। এদের মধ্যে ১১ জন শিশু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিফস খেলোয়াড়রা বক্তব্য দেয়ার কিছুক্ষণ পরই হামলা চালানো হয়।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে, তিন বন্দুকধারীকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

কানসাস সিটি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান রস গ্রান্ডিসন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর।

কানসাসের গভর্নর লরা কেলি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ‘আমাকে সরিয়ে নেয়া হয়েছে। আমি সবাইকে পুলিশের নির্দেশাবলী অনুসরণ করার অনুরোধ জানাই। দয়া করে নিরাপদে থাকুন।