যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৯৯ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার(২১ শে ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারের পাদদেশে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে হাসপাতালের অডিটোরিয়ামের শহীদ মিনারে ফুল অর্পণ করা হয়।পরে সকালে ভাষা শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসারদের দিয়ে দিনব্যাপী বহিঃ বিভাগের রুগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।

ভাষা শহীদদের বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন বলেন,বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাঁদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।এ দোয়া অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

Tag :

Please Share This Post in Your Social Media

যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃভাষা দিবস পালন

Update Time : ০৯:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

সোহাইবুল ইসলাম সোহাগ:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার(২১ শে ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারের পাদদেশে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে হাসপাতালের অডিটোরিয়ামের শহীদ মিনারে ফুল অর্পণ করা হয়।পরে সকালে ভাষা শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসারদের দিয়ে দিনব্যাপী বহিঃ বিভাগের রুগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।

ভাষা শহীদদের বিষয়ে কুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন বলেন,বিশ্বে একমাত্র বাংলাভাষার জন্যই শহীদেরা নিজের জীবন ত্যাগ করেছেন। তাঁদের ত্যাগের জন্যই বাংলাভাষা এবং বাংলাদেশ আজ বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসন করে নিয়েছে।শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা হয়েছিল অন্যতম রাষ্ট্রভাষা। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।এ দোয়া অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।