মেসি জাদুতে লীগস কাপের কোয়ার্টারে ইন্টার মায়ামি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
  • / ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক

মেসির জোড়া গোলে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ডালাস এফসিকে হারিয়ে লীগস কাপের কোয়ার্টারে ইন্টার মায়ামি।

সোমবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির হয়ে মেসি গোল করেন প্রথমার্ধের ছয় মিনিটে। তবে এরপর শুরু হয় ডালাস এফসির তাণ্ডব । ম্যাচ শেষের মাত্র ৩০ মিনিট বাকি কিন্তু মেসির মায়ামি তখন ৩-১ গোলে পিছিয়ে।

এরপর ৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে ব্যবধান হয় ৩-২। এবার আশার সঞ্চার হয় মায়ামি শিবিরে। তবে সেটি আর বেশিক্ষণ টেকেনি ম্যাচের ৬৮ মিনিটে রবার্ট টেইলরের আত্মঘাতী গোলে।

৮০ মিনিটে মায়ামিকে তাদের গোল ফেরত দেন ডালাসের মার্কো ফারফান। মার্কোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-৩ ।

এবার ম্যাচে ফেরেন ফুটবল জাদুকর মেসি। ম্যাচের ৮৫ মিনিটে ফ্রি-কিকে কাছের গোল পোস্ট দিয়ে জালে বল নিশ্চিত করেন মেসি। দুদল তখন ৪-৪ এ সমতায়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচে অতিরিক্ত মিনিটের সুযোগ ছিলনা তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে মায়ামিকে গোল এনে দেন মেসি। বাকি চার শটেও গোল পায় মায়ামি। ডালাস গোল পায় তিন শটে।

টাইব্রেকারে পাঁচ শটেই মায়ামি গোল পাওয়ায় এবং প্রথম শটে ডালাস গোলের সুযোগ হারানোয় ডালাসের আর শেষ শট নেওয়ার দরকার পড়েনি। টাইব্রেকারে ৫-৩ এর ব্যবধানে ম্যাচটি নিজেদের করে নেয় ইন্টার মায়ামি।

Tag :

Please Share This Post in Your Social Media

মেসি জাদুতে লীগস কাপের কোয়ার্টারে ইন্টার মায়ামি

Update Time : ০১:২৮:২০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

মেসির জোড়া গোলে শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে ডালাস এফসিকে হারিয়ে লীগস কাপের কোয়ার্টারে ইন্টার মায়ামি।

সোমবার টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির হয়ে মেসি গোল করেন প্রথমার্ধের ছয় মিনিটে। তবে এরপর শুরু হয় ডালাস এফসির তাণ্ডব । ম্যাচ শেষের মাত্র ৩০ মিনিট বাকি কিন্তু মেসির মায়ামি তখন ৩-১ গোলে পিছিয়ে।

এরপর ৬৫ মিনিটে মায়ামির বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে ব্যবধান হয় ৩-২। এবার আশার সঞ্চার হয় মায়ামি শিবিরে। তবে সেটি আর বেশিক্ষণ টেকেনি ম্যাচের ৬৮ মিনিটে রবার্ট টেইলরের আত্মঘাতী গোলে।

৮০ মিনিটে মায়ামিকে তাদের গোল ফেরত দেন ডালাসের মার্কো ফারফান। মার্কোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় ৪-৩ ।

এবার ম্যাচে ফেরেন ফুটবল জাদুকর মেসি। ম্যাচের ৮৫ মিনিটে ফ্রি-কিকে কাছের গোল পোস্ট দিয়ে জালে বল নিশ্চিত করেন মেসি। দুদল তখন ৪-৪ এ সমতায়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচে অতিরিক্ত মিনিটের সুযোগ ছিলনা তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম শটে মায়ামিকে গোল এনে দেন মেসি। বাকি চার শটেও গোল পায় মায়ামি। ডালাস গোল পায় তিন শটে।

টাইব্রেকারে পাঁচ শটেই মায়ামি গোল পাওয়ায় এবং প্রথম শটে ডালাস গোলের সুযোগ হারানোয় ডালাসের আর শেষ শট নেওয়ার দরকার পড়েনি। টাইব্রেকারে ৫-৩ এর ব্যবধানে ম্যাচটি নিজেদের করে নেয় ইন্টার মায়ামি।