মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই এই সংবাদটা জানা গিয়েছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে এর বাইরেও চমক রয়েছে, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

মুশফিকের দেশে ফেরার কারণ যদিও পরিবারে নতুন অতিথির আগমন উপলক্ষে, সাকিবের ঢাকায় ফেরার কারণটা অস্পষ্ট। অবশ্য সাকিবের পরিবারও বর্তমানে ঢাকায় আছে। তিন দিনের ছুটিতে হয়তো পরিবারকে সময় দিতেই আসছেন তিনি । তবে সূত্রে অনুযায়ী, পূর্বপরিকল্পনা অনুয়ায়ী বিশেষ ব্যক্তিগত কাজে আগামীকাল কলম্বো থেকে তার যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি। চলে আসেন ঢাকায়।

তার আগে আজ থেকে তিন দিন অবশ্য কলম্বোতেও দলীয় কোনো কাজ নেই। কাজ নেই বলতে তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে যার যার মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য পরিকল্পনা আছে, এই সময়ে ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড়ের সঙ্গে বসবেন; বিশেষ করে যারা ছন্দ খুঁজে পাচ্ছেন না, তাদের কাছ থেকে সমস্যা জানবেন তিনি, খুঁজবেন সমাধানের পথ।

কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সে খুবই বিরক্ত হাথুরুসিংহে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই বাংলাদেশ দলের পারফরম্যান্স উজ্জ্বল নয়। উইকেটের সুবিধা নিয়ে যদিও পেসাররা শুরুর দিকে ভালো করেছেন, পরে তারাও খেই হারিয়েছেন। খেলা শেষে এসব নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি কোচ। খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, এই পর্যায়ের ক্রিকেটে এ রকম পারফরম্যান্স মেনে নেওয়া যায় না।

Tag :

Please Share This Post in Your Social Media

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরলেন সাকিবও

Update Time : ০১:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই এই সংবাদটা জানা গিয়েছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে এর বাইরেও চমক রয়েছে, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

মুশফিকের দেশে ফেরার কারণ যদিও পরিবারে নতুন অতিথির আগমন উপলক্ষে, সাকিবের ঢাকায় ফেরার কারণটা অস্পষ্ট। অবশ্য সাকিবের পরিবারও বর্তমানে ঢাকায় আছে। তিন দিনের ছুটিতে হয়তো পরিবারকে সময় দিতেই আসছেন তিনি । তবে সূত্রে অনুযায়ী, পূর্বপরিকল্পনা অনুয়ায়ী বিশেষ ব্যক্তিগত কাজে আগামীকাল কলম্বো থেকে তার যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি। চলে আসেন ঢাকায়।

তার আগে আজ থেকে তিন দিন অবশ্য কলম্বোতেও দলীয় কোনো কাজ নেই। কাজ নেই বলতে তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে যার যার মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য পরিকল্পনা আছে, এই সময়ে ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড়ের সঙ্গে বসবেন; বিশেষ করে যারা ছন্দ খুঁজে পাচ্ছেন না, তাদের কাছ থেকে সমস্যা জানবেন তিনি, খুঁজবেন সমাধানের পথ।

কাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সে খুবই বিরক্ত হাথুরুসিংহে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কোনো বিভাগেই বাংলাদেশ দলের পারফরম্যান্স উজ্জ্বল নয়। উইকেটের সুবিধা নিয়ে যদিও পেসাররা শুরুর দিকে ভালো করেছেন, পরে তারাও খেই হারিয়েছেন। খেলা শেষে এসব নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি কোচ। খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, এই পর্যায়ের ক্রিকেটে এ রকম পারফরম্যান্স মেনে নেওয়া যায় না।