মিরপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • / ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ
রাজধানীর মিরপুরে একটি বাসায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর।

বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

ভিকটিমের বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়েটি কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতো। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) বিভিন্ন সময়ে ধর্ষণ করতো। সবশেষ গত ১৫ জুন রাত দুইটার দিকে ধর্ষণ করেন। নির্যাতন সহ্য করতে না পেরে, বাসা থেকে পালিয়ে আত্মগোপনে যায় মেয়েটি। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

আদালতের নির্দেশে মিরপুর থানায় মামলা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সে ভয়ে আবারও আত্মগোপন করে। বৃহস্পতিবার তাকে পাওয়া যায়। বুঝিয়ে ভয় কাটিয়ে হাসপাতালে এনে শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করা হয়।

অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান

Tag :

Please Share This Post in Your Social Media

মিরপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ

Update Time : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে গৃহকর্মী ধর্ষণের অভিযোগ
রাজধানীর মিরপুরে একটি বাসায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ১৮ বছর।

বৃহস্পতিবার রাতে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

ভিকটিমের বরাদ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মেয়েটি কল্যাণপুর এলাকার একটি বাসায় আড়াই থেকে তিন বছর গৃহকর্মী হিসেবে কাজ করতো। ওই বাসার গৃহকর্তার ছেলে আকাশ (৩৪) বিভিন্ন সময়ে ধর্ষণ করতো। সবশেষ গত ১৫ জুন রাত দুইটার দিকে ধর্ষণ করেন। নির্যাতন সহ্য করতে না পেরে, বাসা থেকে পালিয়ে আত্মগোপনে যায় মেয়েটি। পরে কারও মাধ্যমে আদালতে বিষয়টি নিয়ে অভিযোগ করেন।

আদালতের নির্দেশে মিরপুর থানায় মামলা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সে ভয়ে আবারও আত্মগোপন করে। বৃহস্পতিবার তাকে পাওয়া যায়। বুঝিয়ে ভয় কাটিয়ে হাসপাতালে এনে শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করা হয়।

অভিযুক্ত আকাশকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এসআই মাহমুদুল হাসান