মা হারালেন চিরকুট ব্যান্ডের সুমি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
  • / ১৬৭ Time View

দেশের জনপ্রিয় গায়িকা ও চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন আর নেই৷ জরায়ু ক্যান্সারে ভুগে আজ ১৭ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুমি নিজেই। তিনি সকাল ৭টায় বলেন, ‘আযান পড়ছিল। আমার মা তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তাঁর শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তাঁর চাওয়া কবুল করেছেন।

গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ূ মুখ ক্যানসারের সাথে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

সুমির বাবার নাম মকবুল হোসেন৷ তার সঙ্গে দাম্পত্য জীবনে শেলি খাতুন ছিলেন পাঁচ কন্যা ও দুই পুত্রের জননী।

প্রসঙ্গত, জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি খুলনায় জন্মগ্রহণ করেন। সুমি ২০০২ সালে ‘চিরকুট’ ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের বেশির ভাগ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এর বাইরে সুমি একটি বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর।

Tag :

Please Share This Post in Your Social Media

মা হারালেন চিরকুট ব্যান্ডের সুমি

Update Time : ১১:২৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

দেশের জনপ্রিয় গায়িকা ও চিরকুট ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমির মা শেলি খাতুন আর নেই৷ জরায়ু ক্যান্সারে ভুগে আজ ১৭ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুমি নিজেই। তিনি সকাল ৭টায় বলেন, ‘আযান পড়ছিল। আমার মা তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনির মধ্যে শুয়ে একটু আগে তাঁর শেষ নিঃশ্বাসটা ফেললেন। আমার মা এমন মৃত্যুই চেয়েছিলেন। আল্লাহ তাঁর চাওয়া কবুল করেছেন।

গত দীর্ঘ চার বছর আমার মা পাখিটা জরায়ূ মুখ ক্যানসারের সাথে সাহসের সাথে সংগ্রাম করে অবশেষে আজকে হার মানলেন। যে সকল ডাক্তার, নার্স, শুভাকাঙ্ক্ষী এই কঠিন পথটাতে আমাদের পরিবারের পাশে ছিলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন।’

সুমির বাবার নাম মকবুল হোসেন৷ তার সঙ্গে দাম্পত্য জীবনে শেলি খাতুন ছিলেন পাঁচ কন্যা ও দুই পুত্রের জননী।

প্রসঙ্গত, জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটের প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি খুলনায় জন্মগ্রহণ করেন। সুমি ২০০২ সালে ‘চিরকুট’ ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের বেশির ভাগ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এর বাইরে সুমি একটি বিজ্ঞাপনী এজেন্সির প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিয়েটিভ ডিরেক্টর।