মায়ামিতে ভবন ধসে নিহত বেড়ে ১২, নিখোঁজ ১৪৯

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবনধসে মোট ১২ জনের মৃত্যু হলো। এখনো নিখোঁজ রয়েছে ১৪৯ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুন) ধ্বংসস্তুপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। ষষ্ঠ দিনের মতো উদ্ধার কাজ চলছে। মেক্সিকো ও ইসরায়েল থেকে আসা উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নিয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সন্ধানে ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে জীবিতদের উদ্ধারের আশা। এদিকে নিখোঁজদের অপেক্ষায় ঘটনাস্থলের কাছে ভিড় করছেন স্বজনরা।

গত বৃহস্পতিবার ১৩৬ ইউনিটের ১২ তলা ভবনটির একাংশ ধসের পড়ে। ভবনটি ধসে পড়ার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। অনুসন্ধানে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

মায়ামিতে ভবন ধসে নিহত বেড়ে ১২, নিখোঁজ ১৪৯

Update Time : ১১:১৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে ভবন ধসের ঘটনায় আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভবনধসে মোট ১২ জনের মৃত্যু হলো। এখনো নিখোঁজ রয়েছে ১৪৯ জন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুন) ধ্বংসস্তুপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। ষষ্ঠ দিনের মতো উদ্ধার কাজ চলছে। মেক্সিকো ও ইসরায়েল থেকে আসা উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নিয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সন্ধানে ইনফ্রারেড ক্যামেরা, ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হচ্ছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে জীবিতদের উদ্ধারের আশা। এদিকে নিখোঁজদের অপেক্ষায় ঘটনাস্থলের কাছে ভিড় করছেন স্বজনরা।

গত বৃহস্পতিবার ১৩৬ ইউনিটের ১২ তলা ভবনটির একাংশ ধসের পড়ে। ভবনটি ধসে পড়ার কারণও এখন পর্যন্ত জানা যায়নি। অনুসন্ধানে কাজ চলছে।