মারা গেলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
  • / ৯৯ Time View

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাডৌ গন কাউলিবালি ৬১ বছর বয়সে মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক শেষ করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

প্রেসিডেন্ট আলাসানে আউট্টারা প্রয়াত প্রধানমন্ত্রীকে ৩০ বছর ধরে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন।

এই বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী মনোনীত হয়েছিলেন কাউলিবালি।

চিকিৎসাজনিত কারণে দুই মাস ফ্রান্সে অবস্থানের পর গত বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছিলেন। সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকেই তিনি অসুস্থবোধ করেন। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে ২০১২ সালে হার্টে অস্ত্রোপচার হয়েছিল।

সরকারি জীবনবৃত্তান্ত অনুসারে কাউলিবালি এক স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মারা গেলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

Update Time : ০৪:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাডৌ গন কাউলিবালি ৬১ বছর বয়সে মারা গেছেন। দেশটির প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক শেষ করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

প্রেসিডেন্ট আলাসানে আউট্টারা প্রয়াত প্রধানমন্ত্রীকে ৩০ বছর ধরে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন।

এই বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী মনোনীত হয়েছিলেন কাউলিবালি।

চিকিৎসাজনিত কারণে দুই মাস ফ্রান্সে অবস্থানের পর গত বৃহস্পতিবার তিনি দেশে ফিরেছিলেন। সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকেই তিনি অসুস্থবোধ করেন। দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এর আগে ২০১২ সালে হার্টে অস্ত্রোপচার হয়েছিল।

সরকারি জীবনবৃত্তান্ত অনুসারে কাউলিবালি এক স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন।