মারা গেলেন অভিনেত্রী কস্তুরী চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • / ১৫৮ Time View

বিনোদন ডেস্কঃ 

অভিনেত্রী কস্তুরী চৌধুরী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ এপ্রিল) বিকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাকে পিজি হাসপাতাল ভর্তি করা হয়। এর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছিল।

পরিচালক রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন কস্তুরী চৌধুরী। হাটহাজারী স্কুলের সাবেক শিক্ষিকা কস্তুরী চৌধুরী প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিতও ছিলেন। পরিবারের সবার কাছে সেই উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেনও। তিনি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মারা গেলেন অভিনেত্রী কস্তুরী চৌধুরী

Update Time : ১১:২২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্কঃ 

অভিনেত্রী কস্তুরী চৌধুরী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ এপ্রিল) বিকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিচালক রাশিদ পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাকে পিজি হাসপাতাল ভর্তি করা হয়। এর পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেই হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছিল।

পরিচালক রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন কস্তুরী চৌধুরী। হাটহাজারী স্কুলের সাবেক শিক্ষিকা কস্তুরী চৌধুরী প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিতও ছিলেন। পরিবারের সবার কাছে সেই উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেনও। তিনি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়।