মাদক ধ্বংস হলেও কুমিল্লায় মাদকের আনা-নেওয়া বন্ধ নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২
  • / ১৭৪ Time View

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি গত এক বছরের জব্দ হওয়া ৯ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৪ শত ৩৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।রবিবার (৩১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি)’র ব্যবস্থাপনায় শালবন মাল্টিপারপাস হলের অডিটরিয়ামে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।তিনি বলেন,মাদক ধ্বংস হলেও কুমিল্লায় মাদকের আনা-নেওয়া বন্ধ নেই।তার জন্য বর্ডারে যে সকল বহিরাগত লোক মোটরসাইকেলে আসা-যাওয়া করছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে।

আলোচনা পর্ব শেষে বিজিবি ব্যাটালিয়ন কার্য্যালয়ের খোলা আকাশের নিচে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিল, গাঁজা, ইস্কাফ সিরাপ, বিয়ার ক্যান, ইয়াবা ট্যাবলেট,টার্গেট/সিনেগ্রা ট্যাবলেট, মদ সহ বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট।

কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি) সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।অনুষ্ঠানে তিনি বলেন, আগুনে পুড়িয়ে এবং রোলারের মাধ্যমে চাপা দিয়ে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ধ্বংস হওয়া মাদকগুলো মালিকবিহীন জব্দ করা হয়। এরচেয়ে আরও বেশি মাদকদ্রব্যসহ আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক সেবন ও চাহিদা কমানো না গেলে দেশে মাদকের প্রবেশ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।আসুন মাদকমুক্ত সুশীল সমাজ গড়ে তুলি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার,কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা,কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান,লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক পিএসসি,কুমিল্লা জেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,বিজিবির বিভিন্ন সেক্টরের অফিসার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদক ধ্বংস হলেও কুমিল্লায় মাদকের আনা-নেওয়া বন্ধ নেই

Update Time : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি গত এক বছরের জব্দ হওয়া ৯ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৪ শত ৩৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।রবিবার (৩১ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি)’র ব্যবস্থাপনায় শালবন মাল্টিপারপাস হলের অডিটরিয়ামে এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।তিনি বলেন,মাদক ধ্বংস হলেও কুমিল্লায় মাদকের আনা-নেওয়া বন্ধ নেই।তার জন্য বর্ডারে যে সকল বহিরাগত লোক মোটরসাইকেলে আসা-যাওয়া করছে তাদের জিজ্ঞাসাবাদ করতে হবে।

আলোচনা পর্ব শেষে বিজিবি ব্যাটালিয়ন কার্য্যালয়ের খোলা আকাশের নিচে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিল, গাঁজা, ইস্কাফ সিরাপ, বিয়ার ক্যান, ইয়াবা ট্যাবলেট,টার্গেট/সিনেগ্রা ট্যাবলেট, মদ সহ বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট।

কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি) সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মারুফুল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেছেন।অনুষ্ঠানে তিনি বলেন, আগুনে পুড়িয়ে এবং রোলারের মাধ্যমে চাপা দিয়ে মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, ধ্বংস হওয়া মাদকগুলো মালিকবিহীন জব্দ করা হয়। এরচেয়ে আরও বেশি মাদকদ্রব্যসহ আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক সেবন ও চাহিদা কমানো না গেলে দেশে মাদকের প্রবেশ বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।আসুন মাদকমুক্ত সুশীল সমাজ গড়ে তুলি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার,কুমিল্লা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সোহেল রানা,কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান,লেঃ কর্নেল মুহাম্মদ ইসহাক পিএসসি,কুমিল্লা জেলা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,বিজিবির বিভিন্ন সেক্টরের অফিসার ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।