মাকে হত্যার পর পাঁচ খণ্ড: আরও দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
  • / ১৩১ Time View
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সূবর্ণচরে মাকে হত্যার পর মরদেহ ৫ খণ্ড করার ঘটনা আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- এজাহারভুক্ত ৬ নম্বর আসামি জাহাজমারা গ্রামের ইসমাইল এবং ৭ নম্বর আসামি একই গ্রামের হামিদ।

পুলিশ সুপার জানান, আজ ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম জাহাজমারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এনিয়ে মামলার এজাহারভুক্ত সাত আসামির সবাইকে গ্রেপ্তার করা হলো।

গত ৭ ও ৮ই অক্টোবর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের ধানক্ষেত থেকে স্থানীয় আব্দুল বারেকের স্ত্রী নুরজাহানের ৫ খন্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ আনোয়ার হোসেন জানান, প্রয়াত সৎ ভাইয়ের রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে, হত্যায় ব্যবহৃত চাপাতি, বটি, কোদাল, বালিশ এবং নিহত নুরজাহানের পরনের শাড়ি উদ্ধার করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

মাকে হত্যার পর পাঁচ খণ্ড: আরও দুই আসামি গ্রেপ্তার

Update Time : ০৫:১৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর সূবর্ণচরে মাকে হত্যার পর মরদেহ ৫ খণ্ড করার ঘটনা আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন- এজাহারভুক্ত ৬ নম্বর আসামি জাহাজমারা গ্রামের ইসমাইল এবং ৭ নম্বর আসামি একই গ্রামের হামিদ।

পুলিশ সুপার জানান, আজ ভোরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম জাহাজমারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এনিয়ে মামলার এজাহারভুক্ত সাত আসামির সবাইকে গ্রেপ্তার করা হলো।

গত ৭ ও ৮ই অক্টোবর সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের জাহাজমারা গ্রামের ধানক্ষেত থেকে স্থানীয় আব্দুল বারেকের স্ত্রী নুরজাহানের ৫ খন্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ আনোয়ার হোসেন জানান, প্রয়াত সৎ ভাইয়ের রেখে যাওয়া ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে, হত্যায় ব্যবহৃত চাপাতি, বটি, কোদাল, বালিশ এবং নিহত নুরজাহানের পরনের শাড়ি উদ্ধার করে পুলিশ।