ময়মনসিংহ দরিদ্রদের জন্য সেনাবাহিনীর শুকনো খাবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / ১৪৮ Time View
নিজস্ব সংবাদদাতা : 

ঈদকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহ শহরে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) অধীন ৪০৩ ব্যাটল গ্রুপের ২১ ইস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে বুধবার ময়মনসিংহ শহরের ২৯ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারকে এবং ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

আইএসপিআর জানায়, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনার আলোকে সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।

আর্টডক এর অধীন প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, সাত হাজারের অধিক ফেস মাস্ক, সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্নস্থানে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশেও দাঁড়িয়েছে আর্টডক। এজন্য কয়েকটি স্বাস্থ্যসেবা পিপিই, হেড কভার ও সু কভার প্রদান করা হয়েছে। এছাড়া করোনা সংকটে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের থেকে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহ দরিদ্রদের জন্য সেনাবাহিনীর শুকনো খাবার

Update Time : ০৪:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
নিজস্ব সংবাদদাতা : 

ঈদকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার (২৯ জুলাই) ময়মনসিংহ শহরে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) অধীন ৪০৩ ব্যাটল গ্রুপের ২১ ইস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে বুধবার ময়মনসিংহ শহরের ২৯ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারকে এবং ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্সের তত্ত্বাবধানে নগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের ৩০০ পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

আইএসপিআর জানায়, কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনার আলোকে সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) দরিদ্র ও কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে।

আর্টডক এর অধীন প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে এ পর্যন্ত ১২ হাজারেরও বেশি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, সাত হাজারের অধিক ফেস মাস্ক, সহস্রাধিক হ্যান্ড স্যানিটাইজারসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও দেশের বিভিন্নস্থানে মেডিক্যাল ক্যাম্প পরিচালনার পাশাপাশি করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের পাশেও দাঁড়িয়েছে আর্টডক। এজন্য কয়েকটি স্বাস্থ্যসেবা পিপিই, হেড কভার ও সু কভার প্রদান করা হয়েছে। এছাড়া করোনা সংকটে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের থেকে সরাসরি সবজি ক্রয় এবং বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে।