ভৈরবে ট্রেন দুর্ঘটনা নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ১০১ Time View

জেলা প্রতিনিধি

হতাহত ও নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে হতাহত ও নিখোঁজ স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভৈরবে ট্রেন দুর্ঘটনা নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি

Update Time : ০৫:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

জেলা প্রতিনিধি

হতাহত ও নিখোঁজদের জন্য স্বজনদের আহাজারি
কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে হতাহত ও নিখোঁজ স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ভৈরব রেল স্টেশনের আওটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।