ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়িয়ে, শঙ্কা তৃতীয় ঢেউয়ের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
  • / ১৩৮ Time View

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেখানে সরকারি হিসাবের তুলনায় করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ কেবল হাসপাতালে উপসর্গসহ মারা যাওয়া ব্যক্তিদেরই সরকারি হিসাবে গণনা করা হচ্ছে। এর বাইরে বাড়ি বা অন্য জায়গায় মৃতদের কোনো হিসাবই রাখা হচ্ছে না দেশটিতে।

বিশ্বে এর আগে করোনায় চার লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে ভারত। দেশটিতে ইতোমধ্যে তিন কোটির বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ভারতে গত মে মাসে দৈনিক চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন, তবে গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ কয়েকদিন দৈনিক ৪০ হাজারের মতো রোগী পাওয়া গেছে সেখানে।

ভারত সরকার ব্যাপক হারে টিকাদানের উদ্যোগ নিলেও সেখানে যেকোনো মুহূর্তে মহামারির তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছেন গবেষকরা। দেশটিতে এ পর্যন্ত জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মানুষ দুই ডোজ করে টিকা পেয়েছেন।

চলতি বছরের মধ্যেই সব ভারতীয়কে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে সরবরাহ কম ও টিকাদানে ধীরগতির কারণে এ পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়িয়ে, শঙ্কা তৃতীয় ঢেউয়ের

Update Time : ০২:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১

ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেখানে সরকারি হিসাবের তুলনায় করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ কেবল হাসপাতালে উপসর্গসহ মারা যাওয়া ব্যক্তিদেরই সরকারি হিসাবে গণনা করা হচ্ছে। এর বাইরে বাড়ি বা অন্য জায়গায় মৃতদের কোনো হিসাবই রাখা হচ্ছে না দেশটিতে।

বিশ্বে এর আগে করোনায় চার লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর আক্রান্তের সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্রের পেছনে রয়েছে ভারত। দেশটিতে ইতোমধ্যে তিন কোটির বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ভারতে গত মে মাসে দৈনিক চার লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন, তবে গত কয়েকদিনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সবশেষ কয়েকদিন দৈনিক ৪০ হাজারের মতো রোগী পাওয়া গেছে সেখানে।

ভারত সরকার ব্যাপক হারে টিকাদানের উদ্যোগ নিলেও সেখানে যেকোনো মুহূর্তে মহামারির তৃতীয় ঢেউ আঘাত হানার আশঙ্কা করছেন গবেষকরা। দেশটিতে এ পর্যন্ত জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মানুষ দুই ডোজ করে টিকা পেয়েছেন।

চলতি বছরের মধ্যেই সব ভারতীয়কে টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে সরবরাহ কম ও টিকাদানে ধীরগতির কারণে এ পরিকল্পনার সফলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সূত্র: বিবিসি