ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • / ১৪৮ Time View

ভারতে সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। কেননা দেশটিতে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) রাতে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করা উচিত। বন্ধ করতে পারলে ভালো, আর যদি বিভিন্ন কারণে বন্ধ করা না যায়, তাহলে সীমিত আকারে নামিয়ে আনা দরকার।

এছাড়াও যারা আসবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে হবে।
.
সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশে বিধিনিষেধ অব্যহত রয়েছে। চলতি মাসের প্রথম দিকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও কয়েক দিন ধরে সংক্রমণের হার কিছুটা কমছে। মৃত্যুর সংখ্যাও কমেছে, যদিও তা এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন।
.
আর ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন।
Tag :

Please Share This Post in Your Social Media

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রাখার পরামর্শ

Update Time : ০৪:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

ভারতে সঙ্গে বাংলাদেশের সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা। কেননা দেশটিতে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) রাতে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ করা উচিত। বন্ধ করতে পারলে ভালো, আর যদি বিভিন্ন কারণে বন্ধ করা না যায়, তাহলে সীমিত আকারে নামিয়ে আনা দরকার।

এছাড়াও যারা আসবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিশ্চিত করতে হবে।
.
সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশে বিধিনিষেধ অব্যহত রয়েছে। চলতি মাসের প্রথম দিকে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকলেও কয়েক দিন ধরে সংক্রমণের হার কিছুটা কমছে। মৃত্যুর সংখ্যাও কমেছে, যদিও তা এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন।
.
আর ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন।