বেনাপোল চেকপোষ্টে ৮ বাংলাদেশী নারী-পুরুষ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ১৪০ Time View

সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ৮ বাংলাদেশী নারী-পুরুষকে হস্তান্তর করলো ভারতীয় পেট্রাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন। বিশেষ ট্রাভেল ভিষার মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হলো। এদের মধ্যে ৪জন নারী ও ৪জন পুরুষ।

বৃহস্পতিবার(১১ ই নভেম্বর) বিকালের দিকে হস্তান্তর কার্যক্রম চলে।

ফেরত আসা নারী-পুরুষ বাগেরহাট জেলার রায়েন্দা থানার ধান সাগর গ্ৰামের একই পরিবারের সদস্য, এরা হলেন- বাইজুদিল ইসলাম, রেজাউল ইসলাম, নুর মিয়া শেখ, মোহাম্মদ শেখ, রহিমা, নুসরাত,কাজল,জামিলা মোট ৮জন। এদের মধ্যে ২ বছরের একটি শিশু রয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।

যশোর জেলা সদরের রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের নট গোয়া জেলা, ওল্ড গোয়া থানা, কলাপুর পোস্ট, মিরছি বাড়ি গ্রাম থেকে তাদেরকে সি, আই, ডি,আটক করে ওল্ড গোয়া থানায় হস্তান্তর করে। সেখানে একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারী ও পুরুষ দেশে ফিরলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজু আহম্মদ জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৮ জন বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে।

ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বেনাপোল চেকপোষ্টে ৮ বাংলাদেশী নারী-পুরুষ হস্তান্তর

Update Time : ০৯:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে ৮ বাংলাদেশী নারী-পুরুষকে হস্তান্তর করলো ভারতীয় পেট্রাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন। বিশেষ ট্রাভেল ভিষার মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হলো। এদের মধ্যে ৪জন নারী ও ৪জন পুরুষ।

বৃহস্পতিবার(১১ ই নভেম্বর) বিকালের দিকে হস্তান্তর কার্যক্রম চলে।

ফেরত আসা নারী-পুরুষ বাগেরহাট জেলার রায়েন্দা থানার ধান সাগর গ্ৰামের একই পরিবারের সদস্য, এরা হলেন- বাইজুদিল ইসলাম, রেজাউল ইসলাম, নুর মিয়া শেখ, মোহাম্মদ শেখ, রহিমা, নুসরাত,কাজল,জামিলা মোট ৮জন। এদের মধ্যে ২ বছরের একটি শিশু রয়েছে। ভালো কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে পাচারের শিকার হয়।

যশোর জেলা সদরের রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে এসব নারীকে ভারতে পাচার করে দালালরা। পরে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ভারতীয় পুলিশ পাচারকারীদের কাছ থেকে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভারতের নট গোয়া জেলা, ওল্ড গোয়া থানা, কলাপুর পোস্ট, মিরছি বাড়ি গ্রাম থেকে তাদেরকে সি, আই, ডি,আটক করে ওল্ড গোয়া থানায় হস্তান্তর করে। সেখানে একটি এনজিও সংস্থার শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এসব নারী ও পুরুষ দেশে ফিরলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাজু আহম্মদ জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৮ জন বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে।

ইমিগেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।