বেক্সিমকোর প্রজেক্টে মাটি ভরাট নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৬

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ১১৮ Time View
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো গ্রুপের তিস্তা সোলার লিমিটেড এলাকার প্রজেক্টে মাটি ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ একই পরিবারের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.
রোববার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালাচর গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, তিস্তা সোলার লিমিটেডের মাটি ভরাট কাজের ঠিকাদারি পান আলী কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইয়ার আলীর স্বজনপ্রীতি করে বিভিন্ন জনকে সাব-কন্ট্রাক্ট দেন।
.
ইয়ার আলী বেক্সিমকো গ্রুপের নির্মানাধী প্রকল্পের মাটি ভরাট কাজের দরদাম নিয়ে অনিয়ম করেন। এতে বিভিন্ন দরে কাজের টাকা পরিশোধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বাধে। মাটি ভরাট কাজের দরদাম নিয়ে ইয়ার আলীর লোকজনের সাথে বিরোধ তৈরি হয়।
.
এতে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের মৃত রহমান পন্ডিতের ছেলে ওমর আলী ৪০/৫০ জন লোকজন নিয়ে ওই গ্রামের ছামছুল হকের ছেলে সোনাহার মিয়ার পরিবারের উপর হামলা চালায়।
.
এ ঘটনায় আহতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছামছুল হক (৬৫), তার স্ত্রী শরিমন বেগম (৬০), সুপিয়া বেগম (৫৫), ছেলে আব্দুস সোবহান (৪০), সোনাহার (২৮), সাইফুল ইসলাম (৩২)। আহত ছামছুল হক জানান, ‘ওমর আলী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বেক্সিমকো পাওয়ার প্লান্টে কাজ না পাওয়ায় আমাদের উপর হামলা চালিয়েছে।
.
এ ব্যাপারে আলী কনস্ট্রাকশনের মালিক ইয়ার আলীর সাথে যোগাযোগ করার জন্য মুঠোযফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
.
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।
Tag :

Please Share This Post in Your Social Media

বেক্সিমকোর প্রজেক্টে মাটি ভরাট নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৬

Update Time : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো গ্রুপের তিস্তা সোলার লিমিটেড এলাকার প্রজেক্টে মাটি ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ একই পরিবারের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.
রোববার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার তারাপুর ইউনিয়নের লাটশালাচর গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, তিস্তা সোলার লিমিটেডের মাটি ভরাট কাজের ঠিকাদারি পান আলী কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ইয়ার আলীর স্বজনপ্রীতি করে বিভিন্ন জনকে সাব-কন্ট্রাক্ট দেন।
.
ইয়ার আলী বেক্সিমকো গ্রুপের নির্মানাধী প্রকল্পের মাটি ভরাট কাজের দরদাম নিয়ে অনিয়ম করেন। এতে বিভিন্ন দরে কাজের টাকা পরিশোধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের বাধে। মাটি ভরাট কাজের দরদাম নিয়ে ইয়ার আলীর লোকজনের সাথে বিরোধ তৈরি হয়।
.
এতে পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের মৃত রহমান পন্ডিতের ছেলে ওমর আলী ৪০/৫০ জন লোকজন নিয়ে ওই গ্রামের ছামছুল হকের ছেলে সোনাহার মিয়ার পরিবারের উপর হামলা চালায়।
.
এ ঘটনায় আহতরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছামছুল হক (৬৫), তার স্ত্রী শরিমন বেগম (৬০), সুপিয়া বেগম (৫৫), ছেলে আব্দুস সোবহান (৪০), সোনাহার (২৮), সাইফুল ইসলাম (৩২)। আহত ছামছুল হক জানান, ‘ওমর আলী ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী বেক্সিমকো পাওয়ার প্লান্টে কাজ না পাওয়ায় আমাদের উপর হামলা চালিয়েছে।
.
এ ব্যাপারে আলী কনস্ট্রাকশনের মালিক ইয়ার আলীর সাথে যোগাযোগ করার জন্য মুঠোযফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
.
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।