বৃহস্পতিবার বিএফইউজে’র সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • / ১২২ Time View

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) এক প্রতিনিধি সম্মেলন। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল দশটায় শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এরপর বিকেল তিনটায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিএফইউজে ১৯৫০ সালে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নামটি পরিবর্তন করে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) করা হয়। সারা বাংলাদেশে এর ৩,৭৮৬ সদস্য রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বৃহস্পতিবার বিএফইউজে’র সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

Update Time : ০৯:৫৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) এক প্রতিনিধি সম্মেলন। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল দশটায় শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এরপর বিকেল তিনটায় একই স্থানে দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠনের কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিএফইউজে ১৯৫০ সালে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নামটি পরিবর্তন করে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) করা হয়। সারা বাংলাদেশে এর ৩,৭৮৬ সদস্য রয়েছে।