“বুটেক্স ডিবেটিং ক্লাবের আয়োজনে ওডিআই বিতর্ক প্রতিযোগিতা”

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • / ২৬৪ Time View

সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাব এর আয়োজনে ওয়ান ডে ইন্ট্রা-ইউনিভার্সিটি (ওডিআই) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে বুটেক্স ৪৫ ও ৪৬ তম ব্যাচ থেকে মোট ১৬ টি দলে মোট ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (১ এপ্রিল) প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে ৩ রাউন্ড বিতর্ক শেষে ৮ টি দল প্রি-সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। প্রি-সেমিফাইনাল শেষে ৪ দলের বিতর্কে ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয় ‘Team Aeneas’ এবং ”Team বিতর্কবিলাস’।

ফাইনালে Team Aeneas কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় Team বিতর্কবিলাস। চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে বিতর্ক করেন জারিন, ইশতিয়াক এবং তামজিদ। রানার্সআপ দলের সদস্য হিসেবে ছিলেন আকাশ, সারিখা এবং দিনা। উক্ত টুর্নামেন্টে ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাদী এবং ডিবেটার অফ দ্য ফাইনাল হিসেবে মনোনীত হন জারিন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রাক্তন বিতার্কিকসহ বাংলাদেশের ডিবেট সার্কিটের স্বনামধন্য বিতার্কিকগণ।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে গত ফেব্রুয়ারী মাসে আয়োজিত অনলাইন ওডিআই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

“বুটেক্স ডিবেটিং ক্লাবের আয়োজনে ওডিআই বিতর্ক প্রতিযোগিতা”

Update Time : ০১:৪৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

সাবাইম ইসলাম, বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ডিবেটিং ক্লাব এর আয়োজনে ওয়ান ডে ইন্ট্রা-ইউনিভার্সিটি (ওডিআই) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এতে বুটেক্স ৪৫ ও ৪৬ তম ব্যাচ থেকে মোট ১৬ টি দলে মোট ৫৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (১ এপ্রিল) প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে ৩ রাউন্ড বিতর্ক শেষে ৮ টি দল প্রি-সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে। প্রি-সেমিফাইনাল শেষে ৪ দলের বিতর্কে ফাইনালিস্ট হিসেবে মনোনীত হয় ‘Team Aeneas’ এবং ”Team বিতর্কবিলাস’।

ফাইনালে Team Aeneas কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় Team বিতর্কবিলাস। চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে বিতর্ক করেন জারিন, ইশতিয়াক এবং তামজিদ। রানার্সআপ দলের সদস্য হিসেবে ছিলেন আকাশ, সারিখা এবং দিনা। উক্ত টুর্নামেন্টে ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সাদী এবং ডিবেটার অফ দ্য ফাইনাল হিসেবে মনোনীত হন জারিন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রাক্তন বিতার্কিকসহ বাংলাদেশের ডিবেট সার্কিটের স্বনামধন্য বিতার্কিকগণ।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে গত ফেব্রুয়ারী মাসে আয়োজিত অনলাইন ওডিআই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।