বিশ্ববন্ধু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / ১৭২ Time View
    বিশ্ববন্ধু
 হোসেন ইকবাল
আমার জাতির পিতা, সকল অর্জনের মিতা।
আমি তারে ভালোবাসি দিন মাস বছর যুগযুগান্তর পরে
ভালোবেসে যাবো অনন্তকাল ধরে।
.
সে আমার মানচিত্রের পতাকা শোভিত শ্লোগান
বিপ্লবী মিছিলের অগ্রভাগের বজ্রকন্ঠস্বর।
.
আমাকে যদি বলো – ভুলে যাও তাকে
ফেরত কথায় বলবো তোমায় –
ধ্বংশ হও তুমি এবং তোমার বংশধর
যদি আরো কেউ থাকে।
.
যদি বলো তুমি মুজিবের উন্মাদ প্রেমিক
হঠাৎ হোক আর স্থির পায়ে হোক চালাবে
তুমি শত অন্যায়ের তরবারি!
.
বলবো শুধু তোমায়, ন্যায়-
অন্যায় চেনার বয়স তোমার হয়নি।
আমি তোমার উদ্দেশ্যে শেষ উচ্চারণ করছি –
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আর রাজনীতির কবি
.
আমার জাতির পিতা মুজিব –
আমার বাঙালি চেতনার উৎস,
আমার’ ‘৫২ আমার ‘ ৫৪ আমার
“৬৬ আমার ‘ ৬৯ আমার ‘৭০ আমার অগ্নিঝরা ‘ ৭১।
.
সব মিলায়ে মুজিব আমার সকল বিশ্বাসের নিঃশ্বাস।
মুজিব আমার কোটি বাঙালির খেতাব পাওয়া
বঙ্গবন্ধু আর বিশ্ব খেতাবি বিশ্ববন্ধু!
জয়বাংলা। ( আজ ঐতিহাসিক ৭ জুন ৬ দফা স্বরণে)
.
লেখক: সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব।
Tag :

Please Share This Post in Your Social Media

বিশ্ববন্ধু

Update Time : ০৯:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
    বিশ্ববন্ধু
 হোসেন ইকবাল
আমার জাতির পিতা, সকল অর্জনের মিতা।
আমি তারে ভালোবাসি দিন মাস বছর যুগযুগান্তর পরে
ভালোবেসে যাবো অনন্তকাল ধরে।
.
সে আমার মানচিত্রের পতাকা শোভিত শ্লোগান
বিপ্লবী মিছিলের অগ্রভাগের বজ্রকন্ঠস্বর।
.
আমাকে যদি বলো – ভুলে যাও তাকে
ফেরত কথায় বলবো তোমায় –
ধ্বংশ হও তুমি এবং তোমার বংশধর
যদি আরো কেউ থাকে।
.
যদি বলো তুমি মুজিবের উন্মাদ প্রেমিক
হঠাৎ হোক আর স্থির পায়ে হোক চালাবে
তুমি শত অন্যায়ের তরবারি!
.
বলবো শুধু তোমায়, ন্যায়-
অন্যায় চেনার বয়স তোমার হয়নি।
আমি তোমার উদ্দেশ্যে শেষ উচ্চারণ করছি –
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আর রাজনীতির কবি
.
আমার জাতির পিতা মুজিব –
আমার বাঙালি চেতনার উৎস,
আমার’ ‘৫২ আমার ‘ ৫৪ আমার
“৬৬ আমার ‘ ৬৯ আমার ‘৭০ আমার অগ্নিঝরা ‘ ৭১।
.
সব মিলায়ে মুজিব আমার সকল বিশ্বাসের নিঃশ্বাস।
মুজিব আমার কোটি বাঙালির খেতাব পাওয়া
বঙ্গবন্ধু আর বিশ্ব খেতাবি বিশ্ববন্ধু!
জয়বাংলা। ( আজ ঐতিহাসিক ৭ জুন ৬ দফা স্বরণে)
.
লেখক: সভাপতি, চাঁদপুর প্রেস ক্লাব।