বিজয় সন্নিকটে: ইউক্রেনের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • / ১৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, ‘আমরা নিশ্চিত যে, ইউক্রেন এই যুদ্ধে জিতবে এবং খুব অল্প সময়ের মধ্যেই বিজয়ী হবে।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

কিয়েভের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া এখনও জিততে পারে এবং এটি একটি বাস্তবিক সম্ভাবনা।

বরিস জনসনের ওই মন্তব্য সম্পর্কে সিএনএন-এর প্রশ্নের উত্তরে চলমান যুদ্ধে নিজ দেশের বিজয়ী হওয়ার আশাবাদের কথা জানান ডেনিস শ্যামিহাল।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর একজন ডেপুটি কমান্ডার বলেছেন, সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ে ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে মস্কো। তবে পরিকল্পনার বিস্তারিত জানাননি এই কমান্ডার।

ডনবাসের লুহানস্ক এবং ডোনেস্কে ইতোমধ্যেই হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, এরইমধ্যে লুহানস্কের ৮০ শতাংশ জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। তবে ডনবাস ও ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার রুশ পরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিয়েভের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

বিজয় সন্নিকটে: ইউক্রেনের প্রধানমন্ত্রী

Update Time : ১১:০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, ‘আমরা নিশ্চিত যে, ইউক্রেন এই যুদ্ধে জিতবে এবং খুব অল্প সময়ের মধ্যেই বিজয়ী হবে।’ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

কিয়েভের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া এখনও জিততে পারে এবং এটি একটি বাস্তবিক সম্ভাবনা।

বরিস জনসনের ওই মন্তব্য সম্পর্কে সিএনএন-এর প্রশ্নের উত্তরে চলমান যুদ্ধে নিজ দেশের বিজয়ী হওয়ার আশাবাদের কথা জানান ডেনিস শ্যামিহাল।

এদিকে রাশিয়ার সামরিক বাহিনীর একজন ডেপুটি কমান্ডার বলেছেন, সামরিক অভিযানের দ্বিতীয় পর্যায়ে ডনবাস এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে মস্কো। তবে পরিকল্পনার বিস্তারিত জানাননি এই কমান্ডার।

ডনবাসের লুহানস্ক এবং ডোনেস্কে ইতোমধ্যেই হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেন জানিয়েছে, এরইমধ্যে লুহানস্কের ৮০ শতাংশ জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। তবে ডনবাস ও ইউক্রেনের দক্ষিণাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার রুশ পরিকল্পনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিয়েভের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।