বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক

আবারও বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। আজ তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের উপস্থিতিতে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন হল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে নতুন জার্সি উন্মোচন করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য বিসিবি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি। পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ-এ নারী ও পুরুষ দলের স্পন্সর থাকবে রবি।

জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও গতি মানবী মারুফা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনূর্ধ ১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিন এবং নারী অনূর্ধ ১৯ দলের রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিসিবির পরিচালক ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “রবির সাথে এ পার্টনারশিপ নিয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত। সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া এ পার্টনারশিপের মাধ্যমে আমাদের জাতীয় দল আরও গৌরবোজ্জ্বল মুহূর্ত আমাদের জন্য বয়ে আনবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি’র স্পনসর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে। ২০১৬ সালে দলটি এশিয়া কাপে রানার্স আপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশের নতুন জার্সি উন্মোচন

Update Time : ১০:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক

আবারও বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। আজ তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজদের উপস্থিতিতে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন হল।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে নতুন জার্সি উন্মোচন করা হয়।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য বিসিবি’র সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি। পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ-এ নারী ও পুরুষ দলের স্পন্সর থাকবে রবি।

জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও গতি মানবী মারুফা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনূর্ধ ১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিন এবং নারী অনূর্ধ ১৯ দলের রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিসিবির পরিচালক ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, “রবির সাথে এ পার্টনারশিপ নিয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত। সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া এ পার্টনারশিপের মাধ্যমে আমাদের জাতীয় দল আরও গৌরবোজ্জ্বল মুহূর্ত আমাদের জন্য বয়ে আনবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি’র স্পনসর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে। ২০১৬ সালে দলটি এশিয়া কাপে রানার্স আপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়।