বন্ধ ফেরি, ঘাটে শত শত যানবাহন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১৬৬ Time View

নিজস্ব প্রতিনিধি:

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় শত শত যানবাহন। ঈদে নিষেধাজ্ঞা উপেক্ষা ঘরে ঘরমুখো মানুষ ছুটছে নাড়ির টানে।
.
শনিবার (৮ মে) ভোর থেকে পারের অপেক্ষায় রয়েছে এসব যানবাহনের যাত্রী ও চালকেরা। দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে গোয়ালন্দ মোড় থেকে যাত্রী ও যানবাহন আটকে দিচ্ছে আহলাদীপুর হাইওয়ে পুলিশ।
.
আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলও রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া: পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন.
এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ভোরে সিদ্ধান্ত এসেছে যাত্রী ও যানবাহন আটকে দেওয়ার। সেই সিধান্ত বাস্তবায়ন করার জন্য গোয়ালন্দ মোড় থেকে যাত্রী ও যানবাহনকে আটকে দিচ্ছি।’
.
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিআইডব্লিউটিসি জানায়, আজ শনিবার থেকে দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তবে সন্ধ্যার পর থেকে সীমিত পরিসরে কয়েকটি ফেরি চলবে। রাতে চলা ফেরিগুলোয় শুধু জরুরি প্রয়োজনে আসা যানবাহন, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক পারাপার করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বন্ধ ফেরি, ঘাটে শত শত যানবাহন

Update Time : ১২:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১

নিজস্ব প্রতিনিধি:

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় শত শত যানবাহন। ঈদে নিষেধাজ্ঞা উপেক্ষা ঘরে ঘরমুখো মানুষ ছুটছে নাড়ির টানে।
.
শনিবার (৮ মে) ভোর থেকে পারের অপেক্ষায় রয়েছে এসব যানবাহনের যাত্রী ও চালকেরা। দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে গোয়ালন্দ মোড় থেকে যাত্রী ও যানবাহন আটকে দিচ্ছে আহলাদীপুর হাইওয়ে পুলিশ।
.
আটকে থাকা যানবাহনগুলোর মধ্যে রোগীবাহী অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত প্রাইভেটকার, পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলও রয়েছে।

পাটুরিয়া-দৌলতদিয়া: পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন.
এ ব্যাপারে আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ভোরে সিদ্ধান্ত এসেছে যাত্রী ও যানবাহন আটকে দেওয়ার। সেই সিধান্ত বাস্তবায়ন করার জন্য গোয়ালন্দ মোড় থেকে যাত্রী ও যানবাহনকে আটকে দিচ্ছি।’
.
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিআইডব্লিউটিসি জানায়, আজ শনিবার থেকে দিনের বেলায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তবে সন্ধ্যার পর থেকে সীমিত পরিসরে কয়েকটি ফেরি চলবে। রাতে চলা ফেরিগুলোয় শুধু জরুরি প্রয়োজনে আসা যানবাহন, অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক পারাপার করবে।