বন্দুকধারীর হামলায় ইথিওপিয়াতে নিহত ৩০

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / ১৯৯ Time View
আন্তর্জাতিক ডেস্ক:
.
ইথিওপিয়াতে বন্দুকধারীর হামলায় ৩০ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১৫ জন।
.

দেশটির ওরমিয়া প্রদেশের পশ্চিম ওল্লেগা জোনে বেবো গেম্বেলে মঙ্গলবার রাতের এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে বন্দুক ধারীরা গেম্বেলে গ্রামবাসীকে তাদের ঘরের বাইরে এনে একত্রিত করে গুলি করে হত্যা করে বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছ। নিহতদের সবাই জাতিগত নৃতাত্ত্বিক গোষ্ঠি আমহারা।

আমহারা হচ্ছে ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী। দেশটির সীমান্তবর্তী এলাকার নৃগোষ্ঠীর নাগরিকরা সাম্প্রতিক সময়গুলিতে বেশ কয়েকবার হামলা শিকার হয়েছে।

আমহারা অ্যাসোসিয়েশন অব আমেরিকার চেয়ারম্যান তেওডরোজ তির্ফি বলেছেন, মার্চ মাসে ওরোমো লিবারেশন আর্মি নারী ও শিশু সহ তিনশ’র বেশি আমহারাকে হত্যা করেছ। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

বন্দুকধারীর হামলায় ইথিওপিয়াতে নিহত ৩০

Update Time : ০৪:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
.
ইথিওপিয়াতে বন্দুকধারীর হামলায় ৩০ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১৫ জন।
.

দেশটির ওরমিয়া প্রদেশের পশ্চিম ওল্লেগা জোনে বেবো গেম্বেলে মঙ্গলবার রাতের এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে বন্দুক ধারীরা গেম্বেলে গ্রামবাসীকে তাদের ঘরের বাইরে এনে একত্রিত করে গুলি করে হত্যা করে বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছ। নিহতদের সবাই জাতিগত নৃতাত্ত্বিক গোষ্ঠি আমহারা।

আমহারা হচ্ছে ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী। দেশটির সীমান্তবর্তী এলাকার নৃগোষ্ঠীর নাগরিকরা সাম্প্রতিক সময়গুলিতে বেশ কয়েকবার হামলা শিকার হয়েছে।

আমহারা অ্যাসোসিয়েশন অব আমেরিকার চেয়ারম্যান তেওডরোজ তির্ফি বলেছেন, মার্চ মাসে ওরোমো লিবারেশন আর্মি নারী ও শিশু সহ তিনশ’র বেশি আমহারাকে হত্যা করেছ। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।