বড়দিনেও নিষ্প্রাণ যিশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ৭৬ Time View

গাজায় যুদ্ধের কারণে বড়দিনেও নিষ্প্রাণ-বর্ণহীন যিশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহাম শহর। প্রতিবছর দিনটি উদযাপনে বর্ণিল আয়োজন থাকলেও এবার চার্চ অব দ্য নেটিভিটিতে নেই কোনো উৎসব আমেজ, আলোকসজ্জা, এমনকি ক্রিসমাস ট্রিও।

যুদ্ধের কারণে পর্যটক এবং তীর্থ যাত্রীরা না আসায় অস্বাভাবিক শূন্যতা ভর করেছে বেথেলহেম শহর জুড়ে।

বাতিল করা হয়েছে বড়দিনের কুচকাওয়াজ ও ধর্মীয় অনুষ্ঠান। নেই কোন ক্রিসমাস ক্যারল ও বড়দিনের মেলা। শহরের কেন্দ্রস্থল ম্যাঞ্জার স্কয়ারে ক্রিসমাস ট্রির পরিবর্তে স্থাপন করা হয়েছে কিছু ভাস্কর্য।

যেখানে একটি নবজাতককে ধ্বংসস্তূপের মাঝে বড় বড় পাথর এবং কাঁটাতারে ঘেরা অবস্থায় ফুটিয়ে তোলা হয়েছে। গাজার নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতেই এটি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনে জেরুজালেমের দক্ষিণে বেথেলহেম শহর অবস্থিত।

ক্যাথলিক নেতারা বলেছেন, ‘আমাদের হৃদয় বেথলেহেমে আছে, যেখানে শান্তির রাজপুত্র যুদ্ধের নিরর্থক যুক্তি দ্বারা অস্ত্রের সংঘর্ষের দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে, যা আজও তাকে বিশ্বে জায়গা খুঁজে পেতে বাধা দেয়।’

জেরুজালেমের ল্যাটিন পিতৃপুরুষ, পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা, ঐতিহ্যবাহী কালো এবং সাদা কেফিয়েহ পরিহিত চার্চ অফ দ্য নেটিভিটিতে রোববার এসেছিলেন। তিনি বলেছেন, ‘আমাদের হৃদয় গাজায় যায়, গাজার সকল মানুষের কাছে। তবে গাজার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বিশেষ মনোযোগ আকর্ষণ করে কষ্ট পাচ্ছে।’

গত ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসলায়েলের হামলায় মৃতের সংখ্যা ২০ হাজার ৫শর কাছাকাছি। এর মধ্যে নারী-শিশুই বেশি।

Tag :

Please Share This Post in Your Social Media

বড়দিনেও নিষ্প্রাণ যিশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহাম

Update Time : ০২:০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

গাজায় যুদ্ধের কারণে বড়দিনেও নিষ্প্রাণ-বর্ণহীন যিশু খ্রিস্টের জন্মস্থান ফিলিস্তিনের বেথেলহাম শহর। প্রতিবছর দিনটি উদযাপনে বর্ণিল আয়োজন থাকলেও এবার চার্চ অব দ্য নেটিভিটিতে নেই কোনো উৎসব আমেজ, আলোকসজ্জা, এমনকি ক্রিসমাস ট্রিও।

যুদ্ধের কারণে পর্যটক এবং তীর্থ যাত্রীরা না আসায় অস্বাভাবিক শূন্যতা ভর করেছে বেথেলহেম শহর জুড়ে।

বাতিল করা হয়েছে বড়দিনের কুচকাওয়াজ ও ধর্মীয় অনুষ্ঠান। নেই কোন ক্রিসমাস ক্যারল ও বড়দিনের মেলা। শহরের কেন্দ্রস্থল ম্যাঞ্জার স্কয়ারে ক্রিসমাস ট্রির পরিবর্তে স্থাপন করা হয়েছে কিছু ভাস্কর্য।

যেখানে একটি নবজাতককে ধ্বংসস্তূপের মাঝে বড় বড় পাথর এবং কাঁটাতারে ঘেরা অবস্থায় ফুটিয়ে তোলা হয়েছে। গাজার নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানাতেই এটি তৈরি করা হয়েছে।

ফিলিস্তিনে জেরুজালেমের দক্ষিণে বেথেলহেম শহর অবস্থিত।

ক্যাথলিক নেতারা বলেছেন, ‘আমাদের হৃদয় বেথলেহেমে আছে, যেখানে শান্তির রাজপুত্র যুদ্ধের নিরর্থক যুক্তি দ্বারা অস্ত্রের সংঘর্ষের দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছে, যা আজও তাকে বিশ্বে জায়গা খুঁজে পেতে বাধা দেয়।’

জেরুজালেমের ল্যাটিন পিতৃপুরুষ, পিয়েরবাতিস্তা পিজ্জাবাল্লা, ঐতিহ্যবাহী কালো এবং সাদা কেফিয়েহ পরিহিত চার্চ অফ দ্য নেটিভিটিতে রোববার এসেছিলেন। তিনি বলেছেন, ‘আমাদের হৃদয় গাজায় যায়, গাজার সকল মানুষের কাছে। তবে গাজার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি বিশেষ মনোযোগ আকর্ষণ করে কষ্ট পাচ্ছে।’

গত ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসলায়েলের হামলায় মৃতের সংখ্যা ২০ হাজার ৫শর কাছাকাছি। এর মধ্যে নারী-শিশুই বেশি।