বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৩ জেলে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
  • / ১২৫ Time View
নিজস্ব প্রতিবেদক: 

সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে মহেশখালী উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ডুবে যাওয়া ওই ট্রলারে থাকা ১৩ জেলেই তীরে ফিরে এসেছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। রোববার (২৬ জুলাই) সকালে ট্রলারমালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ঘটিভাঙা) মেম্বার নুরুল আমিন খোকা এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল আমিন খোকা জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলার ‘এফবিএম হোছাইন’ নিয়ে শুক্রবার ১৩ জেলে মাছ ধরতে সাগরে যান। ওই দিন উপকূলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলে তারা প্রায় ৩০ মণ মাছ ধরেন।

পরে শনিবার সন্ধ্যার দিকে ফেরার পথে ট্রলারটি সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় পৌঁছলে সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় জেলেরা টায়ারটিউব, ছোট ট্যাংক ইত্যাদি নিয়ে সাঁতরে ও অন্য ট্রলারে করে উপকূলে ফিরে আসেন। ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধারে এগিয়ে আসে বলেও জানান তিনি।

অন্য ট্রলারে থাকা জেলেদের দাবি, ধারণক্ষমতার অতিরিক্ত মাছ বোঝাই করার কারণে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি।

Tag :

Please Share This Post in Your Social Media

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৩ জেলে

Update Time : ০৫:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
নিজস্ব প্রতিবেদক: 

সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে মহেশখালী উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে ডুবে যাওয়া ওই ট্রলারে থাকা ১৩ জেলেই তীরে ফিরে এসেছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। রোববার (২৬ জুলাই) সকালে ট্রলারমালিক মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের (ঘটিভাঙা) মেম্বার নুরুল আমিন খোকা এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল আমিন খোকা জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলার ‘এফবিএম হোছাইন’ নিয়ে শুক্রবার ১৩ জেলে মাছ ধরতে সাগরে যান। ওই দিন উপকূলের কাছাকাছি সমুদ্রে জাল ফেলে তারা প্রায় ৩০ মণ মাছ ধরেন।

পরে শনিবার সন্ধ্যার দিকে ফেরার পথে ট্রলারটি সোনাদিয়ার কাছাকাছি নতুন ধার এলাকায় পৌঁছলে সাগরের প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় জেলেরা টায়ারটিউব, ছোট ট্যাংক ইত্যাদি নিয়ে সাঁতরে ও অন্য ট্রলারে করে উপকূলে ফিরে আসেন। ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধারে এগিয়ে আসে বলেও জানান তিনি।

অন্য ট্রলারে থাকা জেলেদের দাবি, ধারণক্ষমতার অতিরিক্ত মাছ বোঝাই করার কারণে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি।