ফোন চার্জে দিয়ে গান শুনছিল ছেলেটি, দরজা ভেঙ্গে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
  • / ২১৯ Time View
নিজস্ব প্রতিবেদক:

নিজ বাড়িতে নিজ কক্ষে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল রাকিব। এসময় মোবাইলটিও ছিল চার্জে। কে জানতো এভাবে গান শুনতে শুনতে মৃত্যু হবে তার। শনিবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব (২২) কলোনী এলাকার চিটাগাং নূর হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানূরের ছোট ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। কানে ইয়ারফোন লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে গান শুনছিলেন এবং মোবাইল চার্জে দেয়া ছিল। রাত সাড়ে আটটার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়। পরে তারা দরজা ভেঙে দেখেন, রাকিব বিদ্যুতায়িত হয়ে আছেন।

ওই অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফোন চার্জে দিয়ে গান শুনছিল ছেলেটি, দরজা ভেঙ্গে লাশ উদ্ধার

Update Time : ০৬:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

নিজ বাড়িতে নিজ কক্ষে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল রাকিব। এসময় মোবাইলটিও ছিল চার্জে। কে জানতো এভাবে গান শুনতে শুনতে মৃত্যু হবে তার। শনিবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রাকিব (২২) কলোনী এলাকার চিটাগাং নূর হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ডা. শাহানূরের ছোট ছেলে এবং ঢাকার একটি কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সুত্রে জানা যায়, সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিলেন রাকিব। কানে ইয়ারফোন লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে গান শুনছিলেন এবং মোবাইল চার্জে দেয়া ছিল। রাত সাড়ে আটটার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন শঙ্কিত হয়। পরে তারা দরজা ভেঙে দেখেন, রাকিব বিদ্যুতায়িত হয়ে আছেন।

ওই অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।