ফুলে অনীহা শিক্ষামন্ত্রীর!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • / ৫৬ Time View

মতবিনিময় সভায় নতুন করে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর নির্দেশনা দিয়েছেন নব নিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার (১৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সব কর্মকর্তা ও আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নোটিশে বলা হয়, উক্ত সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উভয় বিভাগের সকল কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ পরিচালক-সমমর্যাদা ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নোটিশে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে, বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষামন্ত্রী হিসেবে গত ১১ জানুয়ারি শপথ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে একাদশ জাতীয় সংসদে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলে অনীহা শিক্ষামন্ত্রীর!

Update Time : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

মতবিনিময় সভায় নতুন করে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর নির্দেশনা দিয়েছেন নব নিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শুক্রবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার (১৪ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সব কর্মকর্তা ও আওতাধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নোটিশে বলা হয়, উক্ত সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উভয় বিভাগের সকল কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ পরিচালক-সমমর্যাদা ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নোটিশে আরও বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের সদ্য সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বর্তমান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে, বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে ফুল নিয়ে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষামন্ত্রী হিসেবে গত ১১ জানুয়ারি শপথ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে একাদশ জাতীয় সংসদে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।