ফারদিনের মৃত্যু: জামিন পেলেন বুশরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত বুশরার জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। ফারদিনের বাবাও আদালতে উপস্থিত ছিলেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. মাহবুবর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলায় বুশরাকে জামিন দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্ব পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার শুনানি হয়। ওইদিন শুনানি শেষে আজ রোববার আদেশ দেয়া হবে বলে জানানো হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

ফারদিনের মৃত্যু: জামিন পেলেন বুশরা

Update Time : ১২:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত বুশরার জামিন মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ আদেশ দেন।

এদিন আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। ফারদিনের বাবাও আদালতে উপস্থিত ছিলেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. মাহবুবর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলায় বুশরাকে জামিন দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্ব পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার শুনানি হয়। ওইদিন শুনানি শেষে আজ রোববার আদেশ দেয়া হবে বলে জানানো হয়।