পুতিনকে থামাতে মস্কো যাচ্ছেন গুতেরেস

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • / ১৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বিবিসিকে গুতেরেসের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র এরি কানেকো।

আগামী মঙ্গলবার এই সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে জাতিসংঘের মহাসচিবের সফরের বিষয়টি জানিয়ে শুক্রবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির সঙ্গে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন গুতেরেস। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।

Tag :

Please Share This Post in Your Social Media

পুতিনকে থামাতে মস্কো যাচ্ছেন গুতেরেস

Update Time : ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বিবিসিকে গুতেরেসের মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তার মুখপাত্র এরি কানেকো।

আগামী মঙ্গলবার এই সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে জাতিসংঘের মহাসচিবের সফরের বিষয়টি জানিয়ে শুক্রবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির সঙ্গে কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে এ নিয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন গুতেরেস। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।