পুঁজিবাজারে ৪৫ মিনিটে সূচক নেই ৪০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • / ১৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ আগস্ট) দেশের পুঁজিবাজারে চলছে লেনদেন। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সকালেই সূচক পতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অতিরিক্ত অর্থ আজ থেকে ব্যাংলাদেশ ব্যাংক তুলে নিচ্ছে- এমন খবরে লেনদেনের প্রথম ৪৫ মিনিটে (সকাল ১০টা থেকে ১০ টাকা ৪৫ মিনিটে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৮ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক পয়েন্ট কমে ৬ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে ১৯ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৫৮৮ টাকা।

Please Share This Post in Your Social Media

পুঁজিবাজারে ৪৫ মিনিটে সূচক নেই ৪০ পয়েন্ট

Update Time : ১১:৩৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

সূচকের নিম্নমুখী প্রবণতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৯ আগস্ট) দেশের পুঁজিবাজারে চলছে লেনদেন। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সকালেই সূচক পতন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অতিরিক্ত অর্থ আজ থেকে ব্যাংলাদেশ ব্যাংক তুলে নিচ্ছে- এমন খবরে লেনদেনের প্রথম ৪৫ মিনিটে (সকাল ১০টা থেকে ১০ টাকা ৪৫ মিনিটে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৮৮ পয়েন্ট।

ডিএসইর তথ্যমতে, এ সময়ে বাজারে মোট ৩৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ২২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকা।

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় তিন সূচকের মধ্যে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক পয়েন্ট কমে ৬ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৬৭ পয়েন্টে অবস্থান করছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৮ পয়েন্ট কমে ১৯ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ১২ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৫৮৮ টাকা।