পারভেজ মোশাররফের মৃত্যু গুজব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে সেটা সম্পূর্ণ গুজব। তিনি এখনো বেঁচে রয়েছেন। যদিও সাবেক এ সামরিক শাসকের শারীরিক অবস্থা ভালো নয়। ভবিষ্যতে তার সুস্থ হয়ে ওঠারও কোনো সম্ভাবনা নে। এমনটাই জানিয়েছে তার পরিবারের সদস্যরা। খবর আল জাজিরা’র।

শুক্রবার (১০ জুন) একটি টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্টের পরিবার তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। টুইট বার্তায় মোশাররফের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘তিনি ভেন্টিলেশনে নেই। অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে তিনি গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। তিনি একটি কঠিন পর্যায়ে চলে যাচ্ছেন যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নয়। তার অঙ্গগুলো অকার্যকর হয়ে পড়ছে। তার জন্য প্রার্থনা করুন।’

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ওয়াক্ত নিউজের একটি টুইট বার্তায় জানানো হয়, ‘পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই। পরে অবশ্য টুইট বার্তাটি মুছে দেওয়া হয়েছে।’

২০১৬ সাল থেকে দুবাইতে থাকছেন ৭৮ বছর বয়সী পারভেজ মোশাররফ। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

পারভেজ মোশাররফের মৃত্যু গুজব

Update Time : ১০:১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে। তবে সেটা সম্পূর্ণ গুজব। তিনি এখনো বেঁচে রয়েছেন। যদিও সাবেক এ সামরিক শাসকের শারীরিক অবস্থা ভালো নয়। ভবিষ্যতে তার সুস্থ হয়ে ওঠারও কোনো সম্ভাবনা নে। এমনটাই জানিয়েছে তার পরিবারের সদস্যরা। খবর আল জাজিরা’র।

শুক্রবার (১০ জুন) একটি টুইট বার্তায় পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্টের পরিবার তার মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে। টুইট বার্তায় মোশাররফের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘তিনি ভেন্টিলেশনে নেই। অসুস্থতার (অ্যামাইলয়েডোসিস) কারণে তিনি গত ৩ সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন। তিনি একটি কঠিন পর্যায়ে চলে যাচ্ছেন যেখান থেকে পুনরুদ্ধার সম্ভব নয়। তার অঙ্গগুলো অকার্যকর হয়ে পড়ছে। তার জন্য প্রার্থনা করুন।’

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ওয়াক্ত নিউজের একটি টুইট বার্তায় জানানো হয়, ‘পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই। পরে অবশ্য টুইট বার্তাটি মুছে দেওয়া হয়েছে।’

২০১৬ সাল থেকে দুবাইতে থাকছেন ৭৮ বছর বয়সী পারভেজ মোশাররফ। তিনি ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।