পল্লবীতে ২৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • / ১৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, আবদুর রহিম ও আবু তাহের।

শুক্রবার (১১ জুন) সকালে র‌্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, রাজধানী মিরপুরের পল্লবীতে মাদকের একটি বড় চালান হাত-বদলের তথ্য পায় র‌্যাব। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেন। সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারী চক্রের দুইজন সদস্য আবদুর রহিম ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে নিয়ে আসে। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলো। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে থকে।

গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

পল্লবীতে ২৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

Update Time : ০২:৫৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের পল্লবীর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, আবদুর রহিম ও আবু তাহের।

শুক্রবার (১১ জুন) সকালে র‌্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।

এএসপি আব্দুল্লাহ আল মামুন জানান, রাজধানী মিরপুরের পল্লবীতে মাদকের একটি বড় চালান হাত-বদলের তথ্য পায় র‌্যাব। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেন। সেখান থেকে সন্দেহভাজন মাদক কারবারী চক্রের দুইজন সদস্য আবদুর রহিম ও আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের হাতে থাকা স্কুল ব্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক পরিবহন করে নিয়ে আসে। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলো। মাদক পরিবহনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে থকে।

গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।