‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ লেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
  • / 28

‘আগামী ২৬ মে রোববার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ এমন লেখা একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তটি বানোয়াট ও ঠিক না বলে নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

রোববার ২৬ মে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির নামে ফেসবুকে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।

বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান করা হয়। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় থেকে যে সঠিক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করা হয়েছিল সেটি হল- ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ মে ২০২৪ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

‘পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত’ লেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভুয়া বিজ্ঞপ্তি ভাইরাল

Update Time : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

‘আগামী ২৬ মে রোববার পরীক্ষার কারণে ঘূর্ণিঝড় স্থগিত করা হয়েছে’ এমন লেখা একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিজ্ঞপ্তটি বানোয়াট ও ঠিক না বলে নিশ্চিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

রোববার ২৬ মে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি অসাধু সাইবার অপরাধী চক্র মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির নামে ফেসবুকে প্রচার করছে। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই।

বিষয়টি সম্পর্কে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের ভুয়া তথ্য প্রচার না করার জন্য আহ্বান করা হয়। যারা এই ধরনের ভুয়া সংবাদ তৈরি করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয় থেকে যে সঠিক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রেরণ করা হয়েছিল সেটি হল- ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ মে ২০২৪ তারিখ রবিবার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।’