নেদারল্যান্ডে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডের রটারডাম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লেকচারারসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্ববর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় কাছাকাছি একটি বাড়িতেও পৃথক বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেডিকেল সেন্টারের কাছাকাছি একটি বাড়িতে বন্দুক হামলা হয়। এ সময় ওই বাড়িতে আগুন ধরে যায়। এর পরপরই মেডিকেল সেন্টারেও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মেডিকেল সেন্টারেরই ছাত্র।

নিহতরা হলেন, ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী এক শিক্ষক।

মেডিকেলের এক শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানান, প্রথমে চতুর্থ তলায় গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রলবোমা ছোড়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

নেদারল্যান্ডে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৩

Update Time : ১১:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক

নেদারল্যান্ডের রটারডাম শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের লেকচারারসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্ববর) রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় কাছাকাছি একটি বাড়িতেও পৃথক বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসি।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেডিকেল সেন্টারের কাছাকাছি একটি বাড়িতে বন্দুক হামলা হয়। এ সময় ওই বাড়িতে আগুন ধরে যায়। এর পরপরই মেডিকেল সেন্টারেও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই মেডিকেল সেন্টারেরই ছাত্র।

নিহতরা হলেন, ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪২ বছর বয়সী এক শিক্ষক।

মেডিকেলের এক শিক্ষার্থী একটি টেলিভিশন চ্যানেলকে জানান, প্রথমে চতুর্থ তলায় গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে চার থেকে পাঁচটি গুলি করা হয়। তারপর একটি পেট্রলবোমা ছোড়া হয়।