নীলফামারীর ডোমারে অজ্ঞাত ব্যক্তির গলাকাঁটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১২৫ Time View

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর ডোমারে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাঁটা লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা (নন্দিপাড়া)গ্রামে এমন ঘটনার অবতারণ ঘটেছে।
এলাকাবাসী ও ডোমার থানা পুলিশ সুত্রে জানা গেছে,
গ্রামের কৃষক দয়াল চন্দ্র তার ধান ক্ষেতে পানি দিতে গেলে পাশে ভূট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পায়। ঘটনাটি তিনি ডোমার থানায় জানালে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে জেলা থেকে সিআইডি ও ডিবি পুলিশের একটি চৌকস দল এলাকায় তদন্ত কাজ শুরু করছে মর্মে জানা গেছে।
ডোমার থানার ওসি মাহমুদ উন-নবী জানান, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মহোদয় আসার পরে লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, লাশের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীর ডোমারে অজ্ঞাত ব্যক্তির গলাকাঁটা লাশ উদ্ধার

Update Time : ০৫:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর ডোমারে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির গলাকাঁটা লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা (নন্দিপাড়া)গ্রামে এমন ঘটনার অবতারণ ঘটেছে।
এলাকাবাসী ও ডোমার থানা পুলিশ সুত্রে জানা গেছে,
গ্রামের কৃষক দয়াল চন্দ্র তার ধান ক্ষেতে পানি দিতে গেলে পাশে ভূট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির গলাকাটা মরদেহ দেখতে পায়। ঘটনাটি তিনি ডোমার থানায় জানালে, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে জেলা থেকে সিআইডি ও ডিবি পুলিশের একটি চৌকস দল এলাকায় তদন্ত কাজ শুরু করছে মর্মে জানা গেছে।
ডোমার থানার ওসি মাহমুদ উন-নবী জানান, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মহোদয় আসার পরে লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, লাশের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তদন্ত চলছে।