নীলফামারীর জলঢাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
  • / ১৭৮ Time View

মশিয়ার রহমান , নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, লবন, চিনি, তেল, ২ কেজি চিড়া ও ১প্যাকেট নুডলস তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা। এলক্ষে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, পৌরসভার ৬৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উদ্দোগে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা

প্রশাসনের আয়োজনে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মিরগঞ্জ ও শিমুলবাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প -২ এর অন্তর্ভুক্ত পরিবারের মাঝেও জেলা প্রশাসকের তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রসাশক খন্দকার ইয়াসির আরেফিন। এসময় মিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক ও শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীর জলঢাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

Update Time : ০৯:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২

মশিয়ার রহমান , নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের সভাপতিত্বে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল, লবন, চিনি, তেল, ২ কেজি চিড়া ও ১প্যাকেট নুডলস তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষের খাদ্য ও বাসস্থান নিশ্চিত করা। এলক্ষে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা যায়, পৌরসভার ৬৫ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উদ্দোগে জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা

প্রশাসনের আয়োজনে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মিরগঞ্জ ও শিমুলবাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প -২ এর অন্তর্ভুক্ত পরিবারের মাঝেও জেলা প্রশাসকের তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা প্রসাশক খন্দকার ইয়াসির আরেফিন। এসময় মিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক ও শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক উপস্থিত ছিলেন।