নিরালায়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / ১৫৪ Time View

নিরালায়
 বিষ্ণু সাহা

.
আজকাল সবকিছু কেমন জানি
একটু বেশিই সাজানো লাগে,
এতোটা নিখুঁতভাবে না সাজানো থাকলেও
বোধহয় খুব একটা
অসুবিধা হতো না।
.
তোমার অগোছালো কথাগুলো
কি যে নেশা ধরাতো!
বোধহয় বোঝ না আর।
.
বোঝার সময়টা কি শেষ!
নাকি ইচ্ছেটা?
.
তোমার সাজানো কথাগুলো
আর কেনোজানি মন ছুয়ে যায় না।
কান অবদি আসে
কিন্তু মন ছুয়ে যায় না।

আমার ধারণা,
তুমি অগোছালোই ভালো ছিলে।
সাজনো ভাবটা ছিলো না।

ভিতরটা নিরালায় আটক
হয়ে আছে
এক সমুদ্র নিরাশা আজ
আমার কাছে।

আবার সেই অগোছালো তুমি
যদি ফিরে আসতে
অগোছালো ভাবেই ভালোবাসতে!

হায়,
সবকিছু আগের মতোই আছে
তুমি তোমার মতো আমি আমার
বদলে গেছে শুধু চিন্তাগুলো
কাছে থেকেও দূরে দুজনার।

লেখক: শিক্ষার্থী,নিউ গভঃ ডিগ্রী কলেজ,রাজশাহী।

Tag :

Please Share This Post in Your Social Media

নিরালায়

Update Time : ০৭:০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

নিরালায়
 বিষ্ণু সাহা

.
আজকাল সবকিছু কেমন জানি
একটু বেশিই সাজানো লাগে,
এতোটা নিখুঁতভাবে না সাজানো থাকলেও
বোধহয় খুব একটা
অসুবিধা হতো না।
.
তোমার অগোছালো কথাগুলো
কি যে নেশা ধরাতো!
বোধহয় বোঝ না আর।
.
বোঝার সময়টা কি শেষ!
নাকি ইচ্ছেটা?
.
তোমার সাজানো কথাগুলো
আর কেনোজানি মন ছুয়ে যায় না।
কান অবদি আসে
কিন্তু মন ছুয়ে যায় না।

আমার ধারণা,
তুমি অগোছালোই ভালো ছিলে।
সাজনো ভাবটা ছিলো না।

ভিতরটা নিরালায় আটক
হয়ে আছে
এক সমুদ্র নিরাশা আজ
আমার কাছে।

আবার সেই অগোছালো তুমি
যদি ফিরে আসতে
অগোছালো ভাবেই ভালোবাসতে!

হায়,
সবকিছু আগের মতোই আছে
তুমি তোমার মতো আমি আমার
বদলে গেছে শুধু চিন্তাগুলো
কাছে থেকেও দূরে দুজনার।

লেখক: শিক্ষার্থী,নিউ গভঃ ডিগ্রী কলেজ,রাজশাহী।