নিজ দেশের পরীক্ষায় নিষিদ্ধ পাকিস্তানি পেসার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৫২ Time View

স্পোর্টস ডেস্কঃ

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের তরুণ ডানহাতি পেসার মোহাম্মদ হাসনাইন। যে কারণে চলতি পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটেও এখন বোলিং করতে পারবেন না ২১ বছর বয়সী এ তরুণ।

গত ২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনির শো গ্রাউন্ড স্টেডিয়ামে সিডনি থান্ডার ও অ্যাডিলেইড স্ট্রাইকারের মধ্যকার ম্যাচে আম্পায়ার জেরার্ড অ্যাবুড প্রথমবার হাসনাইনের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন।

বিগ ব্যাশে সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়ার পর ১৪ দিনের মধ্যে ব্রিসবেনে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষা করার কথা ছিল হাসনাইনকে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই তাকে দেশে ফেরত ডাকে। তাই তখন সিদ্ধান্ত হয় লাহোরে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষা দেবেন হাসনাইন।

সেই অনুযায়ী জানুয়ারির শেষ দিকে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সে পরীক্ষা দেন এ তরুণ গতিতারকা। যেখানে দেখা যায়, তার ১১টি ডেলিভারির মধ্যে ১০টিতেই হাত ১৭ থেকে ২৪ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়।

অথচ আইসিসির নিয়মানুযায়ী যেকোনো ডেলিভারি করার সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকাতে পারবেন বোলাররা। কিন্তু বেশিরভাগ ডেলিভারিতেই হাসনাইন এর চেয়ে বেশি বাঁকান বলে, নিষেধাজ্ঞাই পেতে হলো।

তবে নিষেধাজ্ঞা পেলেও, ক্যারিয়ারে অনেক সময় বাকি থাকায় হাসনাইনের বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি পিএসএল থেকে দূরে থেকে আবার পরীক্ষা দেওয়ার জন্য নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন হাসনাইন।

Tag :

Please Share This Post in Your Social Media

নিজ দেশের পরীক্ষায় নিষিদ্ধ পাকিস্তানি পেসার

Update Time : ০৩:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

স্পোর্টস ডেস্কঃ

অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের তরুণ ডানহাতি পেসার মোহাম্মদ হাসনাইন। যে কারণে চলতি পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটেও এখন বোলিং করতে পারবেন না ২১ বছর বয়সী এ তরুণ।

গত ২ জানুয়ারি বিগ ব্যাশে সিডনির শো গ্রাউন্ড স্টেডিয়ামে সিডনি থান্ডার ও অ্যাডিলেইড স্ট্রাইকারের মধ্যকার ম্যাচে আম্পায়ার জেরার্ড অ্যাবুড প্রথমবার হাসনাইনের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন।

বিগ ব্যাশে সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়ার পর ১৪ দিনের মধ্যে ব্রিসবেনে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষা করার কথা ছিল হাসনাইনকে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই তাকে দেশে ফেরত ডাকে। তাই তখন সিদ্ধান্ত হয় লাহোরে আইসিসি স্বীকৃত ল্যাবে পরীক্ষা দেবেন হাসনাইন।

সেই অনুযায়ী জানুয়ারির শেষ দিকে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সে পরীক্ষা দেন এ তরুণ গতিতারকা। যেখানে দেখা যায়, তার ১১টি ডেলিভারির মধ্যে ১০টিতেই হাত ১৭ থেকে ২৪ ডিগ্রি পর্যন্ত বেঁকে যায়।

অথচ আইসিসির নিয়মানুযায়ী যেকোনো ডেলিভারি করার সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত হাত বাঁকাতে পারবেন বোলাররা। কিন্তু বেশিরভাগ ডেলিভারিতেই হাসনাইন এর চেয়ে বেশি বাঁকান বলে, নিষেধাজ্ঞাই পেতে হলো।

তবে নিষেধাজ্ঞা পেলেও, ক্যারিয়ারে অনেক সময় বাকি থাকায় হাসনাইনের বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি পিএসএল থেকে দূরে থেকে আবার পরীক্ষা দেওয়ার জন্য নিজের বোলিং অ্যাকশন নিয়ে কাজ করবেন হাসনাইন।