নিউইয়র্কে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো আসরে পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / ১৪৬ Time View

বিনোদন ডেস্কঃ

উত্তর আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডের ১৯তম আসরে প্রবাসীদের তুমুল করতালির মধ্যে ‘আজীবন সম্মাননা’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় উপ-মহাদেশের জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীন এবং ‘সেরা অভিনেতা’র অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা সাকিব খানকে।

‘সেরা অভিনেত্রী’ হয়েছেন বিদ্যা সিনহা মিম। আর পপুলার চয়েজের সেরা নায়িকা বুবলি এবং সেরা নায়ক হয়েছেন বাপ্পি চৌধুরী। ‘শো টাইমস মিউজিক’র এ জমকালো আয়োজনে আরও কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড হস্তান্তর করা হয় নাচ আর গানের ফাঁকে।

তারা হলেন- সেরা গায়ক-ইমরান, সেরা গায়িকা-কণা, পপুলার সেরা গায়িকা-কোনাল, সেরা ব্যান্ড-নগর বাউল জেমস, সেরা টিভি অভিনেতা- আনিসুর রহমান মিলন, পপুলার চয়েজ সেরা টিভি অভিনেতা- নিশো, সেরা টিভি অভিনেত্রী-মেহজাবিন, পপুলার টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) আজমেরী হক বাঁধন, ঢালিউডের স্পেশাল অ্যাওয়ার্ড-আমান রেজা, নাদিম সাদিয়া, সেরা নিউজ প্রেজেন্টার- সিফাত আরা তাবাসসুম ও তাসনুভা আনান।

উত্তর আমেরিকায় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দন চৌধুরী, তৃণা হাসান, প্রিয়া ইসলাম। এছাড়াও কণ্ঠশিল্পী মোজাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেয়া হয়।

তরুণ পরিচালক দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অ্যামাজুরা অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে হোস্ট সংগঠনের কর্ণধার আলমগীর খান আলম বলেন, আটলান্টিকের এপারে নানা প্রতিকূলতা স্বত্বেও বাংলা সংস্কৃতির বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসাবে আজকের এই আয়োজন। আগের মত আপনারা এবারও এই করোনা পরিস্থিতি জয় করতে আমাকে সাপোর্ট দিচ্ছেন- এজন্যে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি।

এরপরই প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীরা চোখ ধাঁধানো নৃত্য পরিবেশন করেন। এমন আমেজে নৃত্য-সঙ্গীত ও ফ্যাশন শো-তে অংশ নেন তারকা শিল্পী বুবলী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া, প্রিয়া প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

নিউইয়র্কে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো আসরে পুরস্কার পেলেন যারা

Update Time : ১১:৩৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১

বিনোদন ডেস্কঃ

উত্তর আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডের ১৯তম আসরে প্রবাসীদের তুমুল করতালির মধ্যে ‘আজীবন সম্মাননা’ অ্যাওয়ার্ড প্রদান করা হয় উপ-মহাদেশের জনপ্রিয় শিল্পী সাবিনা ইয়াসমীন এবং ‘সেরা অভিনেতা’র অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ সময়ের জনপ্রিয়তার শীর্ষে থাকা সাকিব খানকে।

‘সেরা অভিনেত্রী’ হয়েছেন বিদ্যা সিনহা মিম। আর পপুলার চয়েজের সেরা নায়িকা বুবলি এবং সেরা নায়ক হয়েছেন বাপ্পি চৌধুরী। ‘শো টাইমস মিউজিক’র এ জমকালো আয়োজনে আরও কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড হস্তান্তর করা হয় নাচ আর গানের ফাঁকে।

তারা হলেন- সেরা গায়ক-ইমরান, সেরা গায়িকা-কণা, পপুলার সেরা গায়িকা-কোনাল, সেরা ব্যান্ড-নগর বাউল জেমস, সেরা টিভি অভিনেতা- আনিসুর রহমান মিলন, পপুলার চয়েজ সেরা টিভি অভিনেতা- নিশো, সেরা টিভি অভিনেত্রী-মেহজাবিন, পপুলার টিভি অভিনেত্রী ফারিয়া শাহরিন, সেরা চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) আজমেরী হক বাঁধন, ঢালিউডের স্পেশাল অ্যাওয়ার্ড-আমান রেজা, নাদিম সাদিয়া, সেরা নিউজ প্রেজেন্টার- সিফাত আরা তাবাসসুম ও তাসনুভা আনান।

উত্তর আমেরিকায় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে ঢালিউড অ্যাওয়ার্ড পেলেন কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, চন্দন চৌধুরী, তৃণা হাসান, প্রিয়া ইসলাম। এছাড়াও কণ্ঠশিল্পী মোজাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেয়া হয়।

তরুণ পরিচালক দেবাশীষ বিশ্বাসের উপস্থাপনায় ৪ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অ্যামাজুরা অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে হোস্ট সংগঠনের কর্ণধার আলমগীর খান আলম বলেন, আটলান্টিকের এপারে নানা প্রতিকূলতা স্বত্বেও বাংলা সংস্কৃতির বিকাশে আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসাবে আজকের এই আয়োজন। আগের মত আপনারা এবারও এই করোনা পরিস্থিতি জয় করতে আমাকে সাপোর্ট দিচ্ছেন- এজন্যে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি।

এরপরই প্রবাসের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঞ্জলি’র শিল্পীরা চোখ ধাঁধানো নৃত্য পরিবেশন করেন। এমন আমেজে নৃত্য-সঙ্গীত ও ফ্যাশন শো-তে অংশ নেন তারকা শিল্পী বুবলী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া, প্রিয়া প্রমুখ।