নবাবগঞ্জের গরু ব্যবসায়ীকে গাড়ী চাপা দিয়ে হত্যার ঘটনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১৪০ Time View
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
রংপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই করে সাদেক বাদশা (৪১) নামে এক গরু ব্যবসায়ীকে মাইক্রোবাস চাপায় হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।
.
বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া এগারোটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর আকুরপাচি মোড়ের একটি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
.
স্থানীয়রা জানায়, স্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে গরু নিয়ে কুড়িগ্রামের বড়বাড়ি হাটে গরু বিক্রি করে কয়েকজন ব্যবসায়ী। সেখান থেকে তারা অবিক্রিত গরু নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় গ্রামে ফিরছিলেন।
.
পথিমধ্যে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ-বলদিপুকুর সড়কের মধ্যবর্তী সিএনজি পাম্প সংলগ্ন স্থানে একটি মাইক্রোবাসে আসা আট-নয়জন তাদের গতি রোধ করেন।
.
এ সময় তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গরু বহনকারী গাড়ীর কাগজপত্র দেখতে চেয়ে চালক ও ব্যবসায়ীকে তল্লাশী করে। এক পর্যায়ে তিনজনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা কেড়ে নিয়ে তারা চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু দুষ্কৃতকারীরা সাদেক বাদশা নামে এক গরু ব্যবসায়ীকে চাপা দিয়ে এবং ভটভটি চালক সাজুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
.
পরে সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃদুল রায় জানান, হাসপাতালে আনার আগেই সাদেক বাদশার মৃত্যু হয়েছে।
.
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ওসি তদন্ত জাকির হোসেন বলেন, ওই ব্যক্তির হাসপাতালে মৃত্যুর পর বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। কিন্তু দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুষ্কৃতকারীদের ধরতে প্রয়োজনীয় তৎপরতা এরইমধ্যে শুরু হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
.
এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান, ব্যবসায়ী মৃত্যুর খবরটি পেয়েছি যেহেতু ঘটনাটি রংপুরে মিঠাপুকুর থানায় সেখানেই ব্যবস্থা নিবে।
.
এ বিষয়ে ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা জানান গরু ব্যবসায়ীর লাশ বিকেলে বাসায় পৌচ্ছেছে। তিনি প্রকৃত অপরাধীদের খুঁজে আইনের কাঠ গড়ায় দাঁড় করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।
Tag :

Please Share This Post in Your Social Media

নবাবগঞ্জের গরু ব্যবসায়ীকে গাড়ী চাপা দিয়ে হত্যার ঘটনা

Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
রংপুরে গোয়েন্দা পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই করে সাদেক বাদশা (৪১) নামে এক গরু ব্যবসায়ীকে মাইক্রোবাস চাপায় হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা।
.
বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া এগারোটার দিকে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর আকুরপাচি মোড়ের একটি সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
.
স্থানীয়রা জানায়, স্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে গরু নিয়ে কুড়িগ্রামের বড়বাড়ি হাটে গরু বিক্রি করে কয়েকজন ব্যবসায়ী। সেখান থেকে তারা অবিক্রিত গরু নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়ায় গ্রামে ফিরছিলেন।
.
পথিমধ্যে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ-বলদিপুকুর সড়কের মধ্যবর্তী সিএনজি পাম্প সংলগ্ন স্থানে একটি মাইক্রোবাসে আসা আট-নয়জন তাদের গতি রোধ করেন।
.
এ সময় তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে গরু বহনকারী গাড়ীর কাগজপত্র দেখতে চেয়ে চালক ও ব্যবসায়ীকে তল্লাশী করে। এক পর্যায়ে তিনজনের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা কেড়ে নিয়ে তারা চলে যেতে চাইলে গরু ব্যবসায়ীরা মাইক্রোবাসটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু দুষ্কৃতকারীরা সাদেক বাদশা নামে এক গরু ব্যবসায়ীকে চাপা দিয়ে এবং ভটভটি চালক সাজুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
.
পরে সঙ্গে থাকা অন্য ব্যবসায়ীরা স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃদুল রায় জানান, হাসপাতালে আনার আগেই সাদেক বাদশার মৃত্যু হয়েছে।
.
এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ওসি তদন্ত জাকির হোসেন বলেন, ওই ব্যক্তির হাসপাতালে মৃত্যুর পর বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছি। কিন্তু দুর্বৃত্তরা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার তাদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে দুষ্কৃতকারীদের ধরতে প্রয়োজনীয় তৎপরতা এরইমধ্যে শুরু হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
.
এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান জানান, ব্যবসায়ী মৃত্যুর খবরটি পেয়েছি যেহেতু ঘটনাটি রংপুরে মিঠাপুকুর থানায় সেখানেই ব্যবস্থা নিবে।
.
এ বিষয়ে ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা জানান গরু ব্যবসায়ীর লাশ বিকেলে বাসায় পৌচ্ছেছে। তিনি প্রকৃত অপরাধীদের খুঁজে আইনের কাঠ গড়ায় দাঁড় করে সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন।