নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ২১৮ Time View

আহসান হাবীব:

বাণী অর্চনা,সরস্বতী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতী, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে ‘সনাতন সংঘের’ উদ্যোগে এ বছরের মূল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মণ্ডপটি ভক্ত-অনুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

উপাচার্য পূজা মন্ডপ পরিদর্শনে এসে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর এক সংক্ষিপ্ত সভায় প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা সুন্দর জিনিস পছন্দ করেন। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বে কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদেরকে তার সৃষ্টির সেবা করে এ পৃথিবীতে পাঠিয়েছেন। স্রষ্টার প্রতি তাই সবসময় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

No description available.

তিনি আরো বলেন, সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। সব মানুষের সেবা আমাদের করতে হবে। শুধু ব্যক্তি কিংবা পরিবার নিয়ে ভালো থাকলেই চলবে না বরং সবাইকে নিয়ে ভালো থাকতে পারার মধ্যে আমাদের মানবজীবনের স্বার্থকতা নিহিত রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. তারিকুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্জাদা আহসান হাবীব সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক তপন কুমার সরকার।

Tag :

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

Update Time : ০৪:১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১

আহসান হাবীব:

বাণী অর্চনা,সরস্বতী দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি প্রদান, আরতী, প্রসাদ বিতরণ, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সেখানে ‘সনাতন সংঘের’ উদ্যোগে এ বছরের মূল আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই মণ্ডপটি ভক্ত-অনুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

উপাচার্য পূজা মন্ডপ পরিদর্শনে এসে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর এক সংক্ষিপ্ত সভায় প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যার দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের ছেলেমেয়েরা যে সুন্দর আয়োজন করেছে সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সৃষ্টিকর্তা সুন্দর জিনিস পছন্দ করেন। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বে কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদেরকে তার সৃষ্টির সেবা করে এ পৃথিবীতে পাঠিয়েছেন। স্রষ্টার প্রতি তাই সবসময় আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

No description available.

তিনি আরো বলেন, সব ধর্ম মানবতার কথা বলে, সুন্দরের কথা বলে, অখন্ড মানবতাবাদী জীবন দর্শনের কথা বলে, সব মানুষ এক। সব মানুষের সেবা আমাদের করতে হবে। শুধু ব্যক্তি কিংবা পরিবার নিয়ে ভালো থাকলেই চলবে না বরং সবাইকে নিয়ে ভালো থাকতে পারার মধ্যে আমাদের মানবজীবনের স্বার্থকতা নিহিত রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. তারিকুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম, শিক্ষক সমিতির সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্জাদা আহসান হাবীব সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকামণ্ডলী, কর্মকর্তা কর্মচারীগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক তপন কুমার সরকার।