নগর ভবনের সামনে গাছ ভেঙে সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
  • / ১২৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (নগর ভবন) সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। গাছটি অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রোববার (১৪ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে রাত ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা গিয়ে কাজ শুরু করেন।

জানা যায়, গাছটি অনেক পুরোনো ছিল। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি ভেঙে রাস্তায় পড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণে কাজ করছিল।

Please Share This Post in Your Social Media

নগর ভবনের সামনে গাছ ভেঙে সড়ক বন্ধ

Update Time : ১০:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (নগর ভবন) সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। গাছটি অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রোববার (১৪ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার দায়িত্বরত কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনের সড়কে বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে রাত ৮টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মীরা গিয়ে কাজ শুরু করেন।

জানা যায়, গাছটি অনেক পুরোনো ছিল। বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটি ভেঙে রাস্তায় পড়ে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি অপসারণে কাজ করছিল।