নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৩৮৮ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে রাজু আহম্মেদ (৩০) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজু আহম্মেদ উপজেলার নারায়ণপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে। তবে আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাজু মোটরসাইকেল চালিয়ে মনোহরপুরের দিকে যাচ্ছিল। এ সময় আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ বাঁধে। এতে রাজু এবং অপর মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হলে রাজুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুরে রাজুকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত

Update Time : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে দুই মোটরসাইকেলের সংর্ঘষে রাজু আহম্মেদ (৩০) নামে এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলার মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাজু আহম্মেদ উপজেলার নারায়ণপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে। তবে আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রাজু মোটরসাইকেল চালিয়ে মনোহরপুরের দিকে যাচ্ছিল। এ সময় আবাদপুকুর-মনোহরপুর সড়কের যাত্রাপুর বটতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ বাঁধে। এতে রাজু এবং অপর মোটরসাইকেল চালকসহ তিনজন গুরুত্বর আহত হন। তাদেরকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করানো হলে রাজুর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুরে রাজুকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সেলিম রেজা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।