নওগাঁর রাণীনগরে আগুনে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ৫৭ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে একটি হার্ডওয়্যার দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় দোকানে থাকা রং মিক্সার মেশিনসহ সব মালামাল পুড়ে গেছে। এতে দোকান মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় উপজেলা সদরের বিজয়ের মোড়ে শরিফ হার্ডওয়্যার স্টোর দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ওই দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।

দোকানের মালিক শরিফ জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। হটাৎ করে সকাল ৬টার দিকে দোকানের ওপরে দু’তলায় বসবাসরত প্রতিবেশীরা খবর দেন দোকানের ভেতর থেকে আগুনের ধুয়া আসছে। দ্রুত দোকানে গিয়ে দেখি দাও দাও করে দোকানে আগুন জলছে। এ সময় রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার দোকানের ভিতরে থাকা রং মিক্সার মেশিনসহ দোকানে থাকা সব মালামাল এবং কম্পিউটার, সিসি ক্যামেরা পুড়ে গেছে। এতে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দুইটি ইউনিট পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে আগুনে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত

Update Time : ০৫:১১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডে একটি হার্ডওয়্যার দোকান ভস্মীভূত হয়েছে। এ সময় দোকানে থাকা রং মিক্সার মেশিনসহ সব মালামাল পুড়ে গেছে। এতে দোকান মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় উপজেলা সদরের বিজয়ের মোড়ে শরিফ হার্ডওয়্যার স্টোর দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ওই দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।

দোকানের মালিক শরিফ জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। হটাৎ করে সকাল ৬টার দিকে দোকানের ওপরে দু’তলায় বসবাসরত প্রতিবেশীরা খবর দেন দোকানের ভেতর থেকে আগুনের ধুয়া আসছে। দ্রুত দোকানে গিয়ে দেখি দাও দাও করে দোকানে আগুন জলছে। এ সময় রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আমার দোকানের ভিতরে থাকা রং মিক্সার মেশিনসহ দোকানে থাকা সব মালামাল এবং কম্পিউটার, সিসি ক্যামেরা পুড়ে গেছে। এতে আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দুইটি ইউনিট পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।