ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কাল অধ্যাদেশ জারি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
  • / ১৫৪ Time View
নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড আইন নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আজ সোমবার আইনের খসড়া মন্ত্রিসভায় উঠানো পর এই অনুমোদন পায়।

সাম্প্রতিক ধারাবাহিক ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। খসড়া অনুমোদন পওয়ায় চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির অধ্যাদেশে জারি হতে পারে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে।’

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল।

‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর ৯(১) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’

Tag :

Please Share This Post in Your Social Media

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, কাল অধ্যাদেশ জারি

Update Time : ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড আইন নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আজ সোমবার আইনের খসড়া মন্ত্রিসভায় উঠানো পর এই অনুমোদন পায়।

সাম্প্রতিক ধারাবাহিক ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। খসড়া অনুমোদন পওয়ায় চলতি সপ্তাহেই রাষ্ট্রপতির অধ্যাদেশে জারি হতে পারে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

আইনমন্ত্রী বলেন, ‘সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে।’

নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, এখন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবির মধ্যে সরকার এই পদক্ষেপ নিল।

‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর ৯(১) ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’