দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • / ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এর মাধ্যমে দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন তিনি।

গতকাল রোববার এই দুই নেতার ভাগ্যনির্ধারণী পরীক্ষায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটের পর জরিপগুলোর ফলাফলে ম্যাক্রোঁ ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। প্রাথমিক ফলে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন।

তবে ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের চেয়ে এবারের ভোটে দুই প্রার্থীর ব্যবধান কম। ওই নির্বাচনে পেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন ম্যাক্রোঁ।

১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে ম্যাক্রোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে লে পেন পান ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন।

নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।

গতকাল স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা)।

ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে উল্লাস ছড়িয়ে পড়ে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে। তারা ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ম্যাক্রোঁ-সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে স্লোগানও তোলেন।

অন্যদিকে প্যারিসের উপকণ্ঠে একটি বিস্তীর্ণ হলে জমায়েত করা লে পেনের সমর্থকদের মধ্যে হতাশার ছবি ধরা পড়ে। লে পেন পরাজয় স্বীকার করে নেন। কিন্তু জুনে সংসদ নির্বাচনকে সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Update Time : ১০:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ডানপন্থী মেরি লে পেনকে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও জয় পেলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এর মাধ্যমে দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন তিনি।

গতকাল রোববার এই দুই নেতার ভাগ্যনির্ধারণী পরীক্ষায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটের পর জরিপগুলোর ফলাফলে ম্যাক্রোঁ ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। প্রাথমিক ফলে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন।

তবে ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের চেয়ে এবারের ভোটে দুই প্রার্থীর ব্যবধান কম। ওই নির্বাচনে পেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন ম্যাক্রোঁ।

১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে ম্যাক্রোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে লে পেন পান ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন।

নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।

গতকাল স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা)।

ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে উল্লাস ছড়িয়ে পড়ে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে। তারা ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ম্যাক্রোঁ-সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে স্লোগানও তোলেন।

অন্যদিকে প্যারিসের উপকণ্ঠে একটি বিস্তীর্ণ হলে জমায়েত করা লে পেনের সমর্থকদের মধ্যে হতাশার ছবি ধরা পড়ে। লে পেন পরাজয় স্বীকার করে নেন। কিন্তু জুনে সংসদ নির্বাচনকে সামনে রেখে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।