দোনেৎস্কে ‘ইউক্রেইনীয় গোলায়’ নিহত পাঁচ, আহত ৩৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে অন্তত পাঁচ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। খবর রয়টার্স ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের।

বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, সোমবার (১৩ জুন) ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা ও রুশ বার্তা সংস্থাগুলো বেশ কয়েকটি ইউক্রেইনীয় গোলাবর্ষণের খবর দিয়েছে, এসব গোলার কয়েকটি একটি বাজারে আঘাত হেনেছে।

পরে রুশ বার্তা সংস্থাগুলো জানায়, দোনেৎস্ক শহরের এক মাতৃসদনে একটি গোলা এসে পড়ার পর আগুন ধরে যায়, কর্মীরা তড়িঘড়ি করে রোগীদের হাসপাতালের বেসমেন্টে নিয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানায়, সোমবার সন্ধ্যার এ হামলায় নিহতদের মধ্যে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩।

এসব প্রতিবেদনের বিষয়ে কিইভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

দোনেৎস্কে ‘ইউক্রেইনীয় গোলায়’ নিহত পাঁচ, আহত ৩৩

Update Time : ১২:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে অন্তত পাঁচ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। খবর রয়টার্স ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের।

বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, সোমবার (১৩ জুন) ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা ও রুশ বার্তা সংস্থাগুলো বেশ কয়েকটি ইউক্রেইনীয় গোলাবর্ষণের খবর দিয়েছে, এসব গোলার কয়েকটি একটি বাজারে আঘাত হেনেছে।

পরে রুশ বার্তা সংস্থাগুলো জানায়, দোনেৎস্ক শহরের এক মাতৃসদনে একটি গোলা এসে পড়ার পর আগুন ধরে যায়, কর্মীরা তড়িঘড়ি করে রোগীদের হাসপাতালের বেসমেন্টে নিয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানায়, সোমবার সন্ধ্যার এ হামলায় নিহতদের মধ্যে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩।

এসব প্রতিবেদনের বিষয়ে কিইভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।