দেশ এগিয়ে যাচ্ছে, তবে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৬৭ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য। এই অপশক্তিকে রুখব এটাই আজকের দিনের অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাজনীতি বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত, স্বাধীনতার আদর্শ ছিল লুণ্ঠিত। আজকে এ কথা সর্বাংশেই সত্য যে, বঙ্গবন্ধুর হত্যার ছয় বছর পর আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। তার নেতৃত্বে হতাশ বাঙ্গালি জাতিকে আশাবাদী করে তোলা হয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘৫২ বছর আগে আমরা বিজয় অর্জন করেছি। এরপর অনেক ঘাত-প্রতিঘাত, অনেক ষড়যন্ত্র, রক্তপাত। স্বাধীনতার পর ৭৫ সালে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জাতীয় চার নেতাকে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। অনেক রক্তাক্ত ঘটনা ঘটে গেছে।’

Tag :

Please Share This Post in Your Social Media

দেশ এগিয়ে যাচ্ছে, তবে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ: ওবায়দুল কাদের

Update Time : ০১:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য। এই অপশক্তিকে রুখব এটাই আজকের দিনের অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাজনীতি বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব।

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত, স্বাধীনতার আদর্শ ছিল লুণ্ঠিত। আজকে এ কথা সর্বাংশেই সত্য যে, বঙ্গবন্ধুর হত্যার ছয় বছর পর আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। তার নেতৃত্বে হতাশ বাঙ্গালি জাতিকে আশাবাদী করে তোলা হয়।’

সেতুমন্ত্রী বলেন, ‘৫২ বছর আগে আমরা বিজয় অর্জন করেছি। এরপর অনেক ঘাত-প্রতিঘাত, অনেক ষড়যন্ত্র, রক্তপাত। স্বাধীনতার পর ৭৫ সালে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। জাতীয় চার নেতাকে কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে। অনেক রক্তাক্ত ঘটনা ঘটে গেছে।’