দেশের অর্থনীতি যেখানে থাকার দরকার সেখানেই আছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • / ৩৯ Time View

দেশের অর্থনীতি যেখানে থাকার দরকার সেখানেই আছে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে রুপি, ডলার ও টাকার পাশাপাশি সব ধরনের লেনদেন করতে পারছি। আমরা অন্যান্য দেশের সঙ্গে মাল্টিকারেন্সি চালু করতে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তারা তো কিছুই করতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতু বানাচ্ছিল, তখন তিনি (খালেদা জিয়া) দেশের মানুষকে পদ্মা সেতুতে না উঠার জন্য বলেছিলেন। পদ্মা সেতু নাকি ভেঙে পড়বে। তাদের কথায় কেউ বিশ্বাস করবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশের উন্নয়ন চোখে দেখতে পান না। তাকে চোখের ডাক্তার দেখাতে হবে। তাহলে সব কিছু দেখতে পাবেন।

অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

দেশের অর্থনীতি যেখানে থাকার দরকার সেখানেই আছে: অর্থমন্ত্রী

Update Time : ১০:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪

দেশের অর্থনীতি যেখানে থাকার দরকার সেখানেই আছে, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে রুপি, ডলার ও টাকার পাশাপাশি সব ধরনের লেনদেন করতে পারছি। আমরা অন্যান্য দেশের সঙ্গে মাল্টিকারেন্সি চালু করতে যাচ্ছি। কিন্তু আমাদের প্রতিপক্ষ স্বাধীনতা বিরোধীরা সব সময় দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। তারা তো কিছুই করতে পারে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতু বানাচ্ছিল, তখন তিনি (খালেদা জিয়া) দেশের মানুষকে পদ্মা সেতুতে না উঠার জন্য বলেছিলেন। পদ্মা সেতু নাকি ভেঙে পড়বে। তাদের কথায় কেউ বিশ্বাস করবেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশের উন্নয়ন চোখে দেখতে পান না। তাকে চোখের ডাক্তার দেখাতে হবে। তাহলে সব কিছু দেখতে পাবেন।

অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম, খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।